Tuesday, November 4, 2025

দুপুরে খেতে যাওয়ার সময় নন্দীগ্রামে দেবাংশুর বাইক ঘিরে ঠেলাঠেলি বিজেপি কর্মীদের!

Date:

ভোটের প্রচারে বেরিয়ে এবার আক্রান্ত তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ, বুধবার নন্দীগ্রামে ভেকুটিয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের এই সুবক্তা যুবনেতা। গ্রামের ভিতর সর রাস্তা দিয়ে যাচ্ছিল দেবাংশুর প্রচার গাড়ি। একেবারেই সামনে টোটোয় মাইক লাগানো ছিল। তারপর বাইকে চেপে দলীয় সমর্থকদের সঙ্গে পরিক্রমা করছিলেন দেবাংশু।

তখনই গ্রামের একটি জায়গায় পূর্ব পরিকল্পিতভাবে রাস্তার ধারে বিজেপির পতাকা হাতে, পদ্ম ফুলের টুপি মাথায় জড়ো হন কিছু পুরুষ ও মহিলা। দেবাংশুকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে থাকেন তাঁরা। বাইকের পিছনে বসা দেবাংশুকে ঠেলাঠেলি করেন তারা। বাইকে চাপড় মারতে থাকেন। তবে তৃণমূলের কেউ সেই প্ররোচনায় পা দেয়নি। বরং, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই জায়গা ছেড়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দ্রুত বেরিয়ে যান দেবাংশু।

বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ অবশ্য চেপে রাখেনানি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “শুধু স্লোগানই নয়, আমাদের উপর হামলাও চালিয়েছে। মৌখিকভাবে কেউ পলিটিক্যাল স্লোগান দিতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে ধাক্কাও মারা হয়েছে। মরার চেষ্টাও করা হয়। আমরা সেখানে কর্মসূচি শেষ করে এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার পথেই কিছু মানুষ রাস্তা ঘিরে এই ঘটনা করে। সেই বার আমরা চলেও যায়, তারপর ফেরার সময় আবার তারা রাস্তা ঘিরে ধরে।”

দেবাংশুর সংযোজন, “এটাই বিজেপির সংস্কৃতি। ওদের মতো আমরা যদি গোটা রাজ্যে এমন করি, তাহলে বিজেপি সামলাতে পারবে তো? কিন্তু আমরা ওই কালচারে বিশ্বাস করি না। আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি। বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে যতদূর যেতে হয় যাবো।”

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version