Saturday, August 23, 2025

তবে কি আমেঠি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল? ভোটের মুখে বাড়ি সংস্কারে নয়া জল্পনা

Date:

দিনকয়েক আগেই নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘শাহজাদা’ কটাক্ষ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছিলেন ওয়েনাড়েও (Waynad ) নিরাপদ নন তিনি। আর সেকারণেই উনি এবং ওনার দল ২৬ এপ্রিল ওয়েনাড়ে নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন। ওয়েনাড়ে নির্বাচন হয়ে গেলেই ওঁরা তাঁর জন্য অন্য একটি আসন ঘোষণা করবেন এবং তাঁকে সেখান থেকে লড়াই করতে দেবেন। আর মোদির এমন ভবিষ্যৎ বার্তাই সত্যি হল। এবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটাভুটির আগেই রাহুল গান্ধীর আমেঠির (Amethi ) বাড়ি সংস্কারের কাজ শুরু হওয়ায় পুরনো কেন্দ্র থেকে তাঁর ফের প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

গতবার আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন সভাপতি। হারের আঁচ পেয়ে একই সঙ্গে কেরলের ওয়েনাড় আসনে প্রার্থী হয়ে সেখান থেকে বিপুল ভোটে জিতে লোকসভায় যান সোনিয়া তনয়। তবে দল খারাপ ফল করায় ভোটের ফল ঘোষণার পরই সভাপতির পদ ছেড়ে দেন রাহুল। তবে চলতি নির্বাচনে রাহুল ওয়েনাড়ে প্রার্থী হওয়ার পরও আমেঠি নিয়ে লাগাতার আক্রমণের রাস্তায় হাটছে বিজেপি। সাহস থাকলে ফের আমেঠিতে প্রার্থী হওয়ার জন্য কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন‌। তবে রাহুল কি শেষ পর্যন্ত বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করতে চলেছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আচমকা কেন এমন জল্পনা ছড়াল? সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতির সেই আমেঠির গৌরীগঞ্জ বিধানসভা এলাকায় রাহুলের বাড়ি সারাইয়ের কাজ শুরু হওয়ায়। বাড়িটির একদিকে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়। আর এক দিকে রাহুল থাকেন। পাশেই রয়েছে তাঁর নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা। আমেঠিতে রাহুলের অত্যন্ত ঘনিষ্ঠ স্থানীয় কংগ্রেস নেতা দীপক সিং জানিয়েছেন এমন কোনও সম্ভাবনা নেই। এটিকে রুটিন কাজ বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে গত সপ্তাহে গাজিয়াবাদে রাহুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি আমেঠিতে প্রার্থী হচ্ছেন। রাহুল সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি। জবাবে বলেন, এই ব্যাপারে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি এবং সভাপতি মল্লিকার্জুন খাড়গে সিদ্ধান্ত নেবেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version