Monday, August 25, 2025

ভোট দিতে পারবেন না আলিয়া? নাগরিকত্ব ইস্যুতে আটকে বলিউডের ‘গাঙ্গুবাঈ’!

Date:

দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। ছোট থেকে বড় সকলের মুখেই ভোট পুজোর আলোচনা। প্রথম দফার ভোটে দক্ষিণের বিনোদন জগতের (South Indian Entertainment Industry) তারকাদের দেখা গেছে। তবে বলিউডের (bollywood) ভোট এখনও বাকি। প্রতিবার নির্বাচনে সেলিব্রেটিদের ভোট দিতে যাওয়ার ছবি পেজ থ্রি জুড়ে ঝলমল করে। কিন্তু সেই তালিকায় এবার জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা আলিয়া ভাটের (Alia Bhatt) নাম নেই। এবারে ভোট দিতে পারবেন না রণবীর-পত্নী! কেন? শ্যুটিং-এর ব্যস্ততা নাকি অন্য কোনও কারণ? আসলে শুধু এবার নয়, কোনও বারেই দেশে ভোট দিতে পারেন না অভিনেত্রী। তিনি যে ভারতীয় নাগরিকই নন (Alia Bhatt is not Indian citizen)!

টিনসেল টাউনের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে আলিয়ার নাম উজ্জ্বল। ক্যারিয়ারে একাধিক কমার্শিয়াল ছবির পাশাপাশি নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন ভিন্ন স্বাদের ছবিতেও। এই মুহুর্তে ঘরকন্যা আর কাজ দুটোই চুটিয়ে উপভোগ করছেন। মহেশ কন্যা রাজ কাপুর পরিবারের ‘বৌমা’ হলেও, তিনি ভারতের নাগরিক নন। তাই ভোট দিতে পারেন না আলিয়া। আলিয়ার মা সোনি রাজ়দান (Soni Rajdan) ব্রিটেনের নাগরিক। সেই কারণে নাগরিকত্বের পরিচয়পত্র বলছে আলিয়াও ব্রিটেনবাসী। আর এই নির্বাচন ভারতীয়দের, তাই দেশের ভোট উৎসব উদযাপন করতে পারবেন না নায়িকা। তবে শুধুমাত্র আলিয়া একের নন, আরও অনেক সেলিব্রেটি রয়েছেন, যাঁরা এদেশে ভোট দিতে পারেন না। ক্যাটরিনা কাইফ, ইমরান খান, জ্যাকলিন ফার্নান্ডিজ়, নোরা ফতেহি- দের অবস্থাও আলিয়ার মতোই। স্ত্রী না পারলেও মা এবং বোনকে নিয়ে রণবীর কাপুর অবশ্যই ভোট দিতে যাবেন বলেই জানিয়েছেন।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version