Tuesday, August 26, 2025

ভোট দিতে পারবেন না আলিয়া? নাগরিকত্ব ইস্যুতে আটকে বলিউডের ‘গাঙ্গুবাঈ’!

Date:

দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। ছোট থেকে বড় সকলের মুখেই ভোট পুজোর আলোচনা। প্রথম দফার ভোটে দক্ষিণের বিনোদন জগতের (South Indian Entertainment Industry) তারকাদের দেখা গেছে। তবে বলিউডের (bollywood) ভোট এখনও বাকি। প্রতিবার নির্বাচনে সেলিব্রেটিদের ভোট দিতে যাওয়ার ছবি পেজ থ্রি জুড়ে ঝলমল করে। কিন্তু সেই তালিকায় এবার জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা আলিয়া ভাটের (Alia Bhatt) নাম নেই। এবারে ভোট দিতে পারবেন না রণবীর-পত্নী! কেন? শ্যুটিং-এর ব্যস্ততা নাকি অন্য কোনও কারণ? আসলে শুধু এবার নয়, কোনও বারেই দেশে ভোট দিতে পারেন না অভিনেত্রী। তিনি যে ভারতীয় নাগরিকই নন (Alia Bhatt is not Indian citizen)!

টিনসেল টাউনের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে আলিয়ার নাম উজ্জ্বল। ক্যারিয়ারে একাধিক কমার্শিয়াল ছবির পাশাপাশি নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন ভিন্ন স্বাদের ছবিতেও। এই মুহুর্তে ঘরকন্যা আর কাজ দুটোই চুটিয়ে উপভোগ করছেন। মহেশ কন্যা রাজ কাপুর পরিবারের ‘বৌমা’ হলেও, তিনি ভারতের নাগরিক নন। তাই ভোট দিতে পারেন না আলিয়া। আলিয়ার মা সোনি রাজ়দান (Soni Rajdan) ব্রিটেনের নাগরিক। সেই কারণে নাগরিকত্বের পরিচয়পত্র বলছে আলিয়াও ব্রিটেনবাসী। আর এই নির্বাচন ভারতীয়দের, তাই দেশের ভোট উৎসব উদযাপন করতে পারবেন না নায়িকা। তবে শুধুমাত্র আলিয়া একের নন, আরও অনেক সেলিব্রেটি রয়েছেন, যাঁরা এদেশে ভোট দিতে পারেন না। ক্যাটরিনা কাইফ, ইমরান খান, জ্যাকলিন ফার্নান্ডিজ়, নোরা ফতেহি- দের অবস্থাও আলিয়ার মতোই। স্ত্রী না পারলেও মা এবং বোনকে নিয়ে রণবীর কাপুর অবশ্যই ভোট দিতে যাবেন বলেই জানিয়েছেন।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version