Sunday, May 4, 2025

অজিত পাঁজার পরে সাধন পাণ্ডের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী তাপস

Date:

বুধবার মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) বাড়ির পরে বৃহস্পতিবার তৃণমূলের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা উত্তরর বিজেপি প্রার্থী তাপস রায়। মানিকতলার বাড়িতে গিয়ে প্রয়াত সাধন পাণ্ডের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বেশ কিছুক্ষণ কথা বললেন সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে। এটা সৌজন‌্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন তাপস।

এর আগে গত সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমানের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ চান তাপস। সংবাদ মাধ্যমকে জানান, “আমি বিমানদার আশীর্বাদ নিলাম। উনি আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ, সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।“ বামেদের ভোট রামে যাওয়ার তত্ত্ব নিয়ে আলোচনার মধ্যেই বুধবার সকালে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে পৌঁছে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রথমেই প্রয়াত অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন। সৌজন্য বিনিময় করেন শশী পাঁজা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। সকলের কাছে তাঁকে ভোট দেওয়ার আর্জিও জানান তাপস। বলেন, “আমার কাজই তো কলকাতা উত্তরের à§§à§« লক্ষ মানুষের কাছে যাওয়া।“

এদিন প্রয়াত সাধন পাণ্ডের যাওয়ার বিষয়ে তাপস রায় জানান, ‘‘এটা আমার অনেক পুরনো আসা—যাওয়ার বাড়ি। ১৯৭৪ সালে গোয়াবাগানের বাড়ি থেকে আমার সঙ্গে সাধনদার সম্পর্ক। সাধনদাকে আমি খুব শ্রদ্ধা করতাম। সাধনদাও আমাকে ততোধিক স্নেহ করতেন। সুতরাং আমি বউদিকে ফোন করে এসে সাধনদার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’’

তাপসের কথায়, ‘‘বউদির বিয়ের সময়ও আমি ছিলাম। বউদি আমায় ভালবাসেন, পছন্দ করেন। অনেক পুরনো স্মৃতি রোমন্থন হল। বিভিন্ন ঘটনা, সাধনদার পুরনো সব কথা। শ্রেয়া বাড়িতে নেই।’’ অজিত পাঁজার বাড়িতে ভোটের কথা বললেও, এই বাড়িতে ভোটের কথা তিনি বলেননি বলে জানান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। বলেন, ‘‘আমি শুধু বলেছি উপর থেকে সাধনদা আমায় নিশ্চিত আশীর্বাদ করছেন।’’ এদিন আধঘণ্টারও কিছু বেশি সময় প্রয়াত সাধন পাণ্ডের বাড়িতে ছিলেন তাপস রায়।

আরও পড়ুন- কবে মাধ্যমিকের ফল ঘোষণা? জানাল পর্ষদ

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version