Sunday, May 4, 2025

লোকসভা নির্বাচনের আবহে পুরনো কাসুন্দি ঘেঁটে কংগ্রেসের সমালোচনায় সরব নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে ইন্ডিয়া জোটের শক্তিকে ভয় পেয়ে এবার রাজীব গান্ধীর (Rajib Gandhi) প্রসঙ্গ তুলে ‘উত্তরাধিকার কর’ (Inheritance Law)ইস্যুকে হাতিয়ার করে মেরুকরণের রাজনীতি করার অভিযোগ মোদির বিরুদ্ধে। শুধু তাই নয় ভোটারদের মন পেতে দেশের মানুষকে ভুল তথ্য দিচ্ছে বিজেপি (BJP)সরকার বলেও তোপ দেগেছে জাতীয় কংগ্রেস (Congress)।

মোদির অভিযোগ, যখন ইন্দিরা গান্ধী মারা যান, সেই সম্পত্তি তাঁর সন্তানকে দেওয়া হয়। কিন্তু আগে যে আইন ছিল তাতে, সেই সম্পত্তির অংশ সরকারেরও প্রাপ্য থাকত। কিন্তু রাজীব গান্ধী এই কর তুলে দিয়েছিলেন ইন্দিরার সম্পত্তি পেতে। এবার সেই করই নতুন করে চালু করার প্রস্তুতি চলছে। এরপরই কংগ্রেসের তরফে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)বলেন মোদি যা বলছেন সেটা পুরোপুরি মিথ্যে কথা। আসলে মূল এজেন্ডা থেকে মানুষের মন ঘোরাতে এইসব কথা বলছে বিজেপি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রমেশ বলেন, প্রথমে কংগ্রেসের ইস্তেহারকে সাম্প্রদায়িক রং দিতে চেয়েছিল বিজেপি। সেই কাজে সফল না হওয়ায় এবার মেরুকরণের নতুন ভাষায় কথা বলছেন মোদি। উত্তরাধিকার কর নিয়ে তিনি স্পষ্ট জানান, রাজীব গান্ধী ১৯৮৫ সালে এটা তুলে দিয়েছিলেন। যদিও অরুণ জেটলি ও জয়ন্ত সিনহার মতো বিজেপি নেতারা এই করের পক্ষে ছিলেন। আসলে উত্তরাধিকার কর কংগ্রেস ফিরিয়ে আনতে চায় বলে বিজেপি নির্বাচনের মঞ্চে যে প্রচার করছে সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে মোদি বুঝে গেছেন যে তাঁর ‘আব কি বার চারশো পার’ কিংবা ‘মোদি কি গ্যারান্টি’র মতো স্লোগান আর চলছে না। তাই ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version