রবিবার যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার হাবাসের

ভুবনেশ্বরে রয় কৃষ্ণাদের কাছে ১-২ গোলে হারায় ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়েছে জনি কাউকোদের কাছে।

রবিবার আইএসএল-এর সেমিফাইনালে দ্বিতীয় লেগে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাগানের সামনে ওড়িশা এফসি। আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি-র কাছে হার ভুলে ফিরতি ম্যাচে ফোকাস মোহনবাগানের। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের প্রতিশ্রুতি, রবিবার যুবভারতীতে ৬০ হাজার দর্শক-সমর্থকের উপস্থিতিতে ফল বদলে দিয়ে ফাইনালে উঠবে তাঁর দল। বুধবার দুপুরে ভুবনেশ্বর থেকে শহরে ফেরে মোহনবাগান। আজ থেকে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রস্তুতি শুরু করবে বাগান শিবির।

ভুবনেশ্বরে রয় কৃষ্ণাদের কাছে ১-২ গোলে হারায় ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়েছে জনি কাউকোদের কাছে। রবিবার যুবভারতীতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে যদি দু’গোলের ব্যবধানে জিততে পারে মোহনবাগান, তাহলে আইএসএল ফাইনালে উঠবে লিগ-শিল্ডজয়ীরা। এক গোলের ব্যবধানে জিতলে প্রথমে অতিরিক্ত সময়ের খেলা, সেখানেও মীমাংসা না হলে টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হবে।

ভুবনেশ্বরে দল যে ভাল খেলেননি তা স্বীকার করেন বাগান কোচ । রক্ষণে হেক্টর ইয়ুস্তেদের পারফরম্যান্স নিয়ে হাবাস নিজের হতাশা গোপনও করেননি। রবিবারের ম্যাচের আগে রক্ষণ মেরামতির কাজ সারতে চান সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। ভুবনেশ্বরে হারের পর এই নিয়ে হাবাস বলেন, ‘‘আমরা ভাল খেলিনি। অনেক ভুল করেছে ছেলেরা। লিগ-শিল্ড জয়ের পর আমাদের মধ্যে হয়তো একটু গা ছাড়া ভাব এসে গিয়েছিল। এটা স্বাভাবিক। সেমিফাইনালে জিততে হলে একশো শতাংশ দিতেই হবে। তবে কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের আছে।”

রক্ষণের ভুলত্রুটি নিয়ে হাবাস বলেন, ‘‘আমাদের রক্ষণে অনেক ভুল হয়েছে। সঙ্ঘবদ্ধতা ছিল না। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে ভুলের মাশুল দিতে হয়েছে।’’ লাল কার্ড দেখায় আর্মান্দো সাদিকুকে রবিবারের মেগা ম্যাচে পাওয়া যাবে না। তাঁর জায়গায় হয়তো শুরু করবেন জেসন ক্যামিংস। ভুবনেশ্বরে ম্যাচের সেরা কৃষ্ণা কার্যত একাই লন্ডভন্ড করে দিয়েছেন সবুজ-মেরুন রক্ষণ। জয়সূচক গোলটিও তাঁর। রবিবার তাঁর পুরনো দলের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠে ওড়িশাকে ফাইনালে নিয়ে যেতে চাইবেন। পুরনো শিষ্যকে আটকানোর রণকৌশল তৈরি করতে হবে বাগানের স্প্যানিশ বসকে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস