Friday, November 28, 2025

ফের অঙ্গদানের নয়া নজির! ভারতের উদ্যোগে প্রাণ বাঁচল পাকিস্তানের আয়েশার

Date:

Share post:

মুছে গেল সীমান্তের বেড়াজাল। শত্রুতা ভুলে ফের নয়া নজির গড়ল ভারত (India)। এবার পড়শি দেশের এক যুবতীর প্রাণ বাঁচল ভারতের সাহায্যের কারণে। সীমান্তের বেড়াজাল পেরিয়ে অঙ্গদানের নয়া নজির চিকিৎসকদের (Doctor)। জটিল অস্ত্রোপচার (Operation) করার জন্য এক টাকাও নিলেন না সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতে নতুন হৃদয় (Heart) পেয়ে প্রাণ বাঁচল পাকিস্তানের (Pakistan) আয়েশা রাশানের (Ayesha Rashane)।

পাকিস্তানের বাসিন্দা ১৯ বছরের আয়েশা ২০১৪ সাল থেকেই হার্টের নানা রোগে ভুগছিলেন। একসময় পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে হার্ট ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয়ে পড়ে। কৃত্রিম হার্ট পাম্প লাগিয়েও কাজ হয়নি। আয়েশার পরিবার তখন যোগাযোগ করে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালের সঙ্গে। হাসপাতালের ডিরেক্টর ডা. কেআর বালাকৃষ্ণাণ, কো-ডিরেক্টর ডা. সুরেশ রাও আয়েশাকে মেডিক্যাল টেস্টের জন্য আয়েশাকে চেন্নাইতে ডেকে পাঠান। আয়েশার জন্ম ভারতে হলেও বেড়ে ওঠা করাচিতে। তাঁর পরিবার সূত্রে খবর, চেন্নাইয়ের হাসপাতালে কিছুদিন ইকমো সাপোর্টে রাখা হয় আয়েশাকে।


কিন্তু আয়েশার একটি ভালভ ফুটো হয়ে যাওয়ার কারণে চিকিৎসকরা জানান, সম্পূর্ণ হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনও উপায় নেই। এরপরই হাসপাতালের চেষ্টাতেই হার্ট ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হয়। যেমন ভাবনা তেমন কাজ, এরপরই তড়িঘড়ি দিল্লি থেকে হার্ট আনা হয় এবং সফলভাবে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আয়েশার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই সে পাকিস্তানে ফিরে যেতে পারবে। তবে আয়েশার এই জটিল অস্ত্রোপচারের জন্য খরচ হত ৩৫ লক্ষ টাকা। কিন্তু তাঁর পরিবারের সেই আর্থিক সামর্থ্য না থাকায়, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকরা বিনামূল্যে অস্ত্রোপচার করেন। ঐশ্বর্য্যন নামক একটি ট্রাস্টও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।


আয়েশার পরিবার জানিয়েছে, ভারতের চিকিৎসকরা তাঁদের কাছে ভগবানের মতো ছিলেন। যে মেয়ের জীবনের আশা একটু একটু করে ফুরিয়ে আসছিল, সেই মেয়েকেই নতুন হৃদয় দিয়ে পুনর্জীবন দিয়েছেন তাঁরা।

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...