Thursday, December 11, 2025

সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় প্রখ্যাত র‍্যাপারকে মৃত্যুদণ্ড দিল ইরান

Date:

Share post:

২০২২-২৩ সালে ইরানে মাহসা আমিনীর মৃত্যু ও নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে সমর্থন দেওয়ার অভিযোগে এক র‍্যাপ শিল্পীকে মৃত্যদন্ড দিয়েছে ইরানের আদালত। গানে গানে সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন এবং দুর্নীতি ও দমনপীড়নের প্রতিবাদকারী ওই র‌্যাপ শিল্পীর নাম তুমাজ সালেহি। তার আইনজীবী আমির রেসিয়ান বলেছেন, এই মৃত্যুদণ্ড জারির বিরুদ্ধে আপিল করবেন তুমাজ। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।

তেহরানে হিজাবকাণ্ডে আটক কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় ২০২২ সালে ইরান জুড়ে যে সরকার বিরোধী তুমুল বিক্ষোভ-আন্দোলন হয়েছে, তার সমর্থক ছিলেন প্রখ্যাত র‌্যাপ শিল্পী তুমাজ সালেহি। তার আইনজীবী জানান, সালেহি তার গানে গানে সরকার বিরোধী আন্দোলনে সমর্থন করেন এবং তা নিয়ে জনসম্মুখে বিবৃতি দেন। এই কারণে ওই বছরের অক্টোবরে গ্রেফতার হন।গত বছর নভেম্বরে তিনি জামিনে মুক্তি পেলেও কয়েকদিনের মাথায় ফের তাকে গ্রেফতার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও পোস্ট করার অভিযোগে।

এর আগে ইরানি সুপ্রিম কোর্টের এক রুলিংয়ের কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে না পারলেও ২০২৩ সালের জুলাইয়ে বেশ কয়েকটি অভিযোগে সালেহিকে ৬ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।তবে চলতি বছরের জানুয়ারিতে ইসফাহানের বিপ্লবী আদালত সালেহির আগের সব অভিযোগ ছাড়াও নতুন কিছু অভিযোগে অভিযুক্ত করে। এসব অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ওই আদালত। তবে ইরানের বিচার বিভাগ এখনও সাজা নিশ্চিত করেনি। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সালেহির কাছে ২০ দিন সময় আছে। এই সময়ের মধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।২০২২ সালের সরকারবিরোধী আন্দোলনের আগে থেকেই প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে সালেহি তার গানের মাধ্যমে ইরানের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ভিন্নমত দমন-পীড়নের সমালোচনা করতেন। ইরান সরকার এক পর্যায়ে তাকে যে কোনও গানের কনসার্টে নিষিদ্ধ ঘোষণা করলেও সামাজিক মাধ্যমে গান প্রকাশ করেই নিজের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সালেহি।




spot_img

Related articles

যারা গায়ে হাত দিয়েছে সবাই গ্রেফতার: গীতাপাঠের মাঠে হকার মারধরে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

খাস কলকাতায় বাঙালির খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতকারীদের। ময়দানে মার খেলেন বাঙালি ফেরিওয়ালারা। নষ্ট করা হল তাঁদের...

ইথানল কারখানা থেকে জমিতে দূষণ ছড়াবে: রাজস্থানে প্রতিবাদী কৃষকদের পুলিশের মার!

এলাকায় ইথানল কারখানা হলে চাষের খেতে দূষণ ছড়াবে। জল দূষিত হবে। দীর্ঘ এক বছর ধরে রাজস্থানের হনুমানগড় জেলার...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক অভিযুক্ত লুথরা ভাইরা: সূত্র 

গোয়া নৈশকালীন রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের (Goa night club fire incident) ঘটনায় এবার আটক করা হল মূল অভিযুক্ত সৌরভ ও...

দেশভাগে রবীন্দ্রনাথ! বাংলায় গিয়ে একথা বলুন ক্ষমতা থাকলে, রাজ্যসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ঋতব্রতর 

বাংলার মনীষীদের অপমানের বিরুদ্ধে বুধবার প্রতিবাদের ঝড় বইয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  বন্দে মাতরম্ গানের...