Friday, May 23, 2025

বঙ্গে ফের ডেইলি প্যাসেঞ্জার মোদি! এবার মালদহে জনসভা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

চব্বিশের লোকসভা নির্বাচনেও গোটা দেশের মতো মোদিকে মুখ করেই বাংলায় বৈতরণী পার হতে চাইছে বিজেপি। এবার ভোট ঘটনার আগে থেকেই এ রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক যেমন একুশের বিধানসভা নির্বাচনের সময় করেছিলেন। সেবার দুশো আসন জেতার দাবি নিয়ে প্রচারে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেছিলেন মোদি-অমিত শাহ, কিন্তু থামতে হয়েছিল ৭৭-এ! এবার গোটা দেশে চারশো আসনের দাবি নিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছেন মোদি, বাকিটা যাবে যাবে ৪ জুন।

এদিকে রাজ্যে দ্বিতীয় দফায় ভোটে দিন অর্থাৎ আগামিকাল, শুক্রবার ফের প্রচারে আসছেন মোদি। এবার তিনি মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করবেন। ২০১৯- এর ভোটে মালদহ উত্তরে খগেন মুর্মু জিতলেও দক্ষিণে সামান্য ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হারতে হয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে।

তবে একুশের বিধানসভা ভোট নিরাশ করেনি শ্রীরূপাকে। গত বিধানসভা ভোটে তিনি ইংলিশবাজার থেকে বিধায়ক হন। তাই শ্রীরূপার উপর এবারও আস্থা রেখেছে পদ্ম পার্টি। তাঁকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই কেন্দ্রে রোড-শো করেন। এবার আসছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামিকাল মালদহের সভাটি ধরলে চলতি লোকসভা ভোট মরশুমে নরেন্দ্র মোদির নবম সভা হতে চলেছে। তার আগে তিনি এরাজ্যে আরামবাগ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বারাসত, কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট এবং রায়গঞ্জে সভা করেন। অন্যদিকে, অমিত শাহ এখনও পর্যন্ত এরাজ্যে মাত্র দু’টি জনসভা করেছেন। ১০ মার্চ বালুরঘাট এবং মঙ্গলবার রায়গঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন। অর্থাৎ মোদিকে সামনে রেখেই এবার বঙ্গের লোকসভা ভোটের বৈতরণী পার হতে চায় পদ্ম শিবির।

spot_img

Related articles

সামিকে ছাড়াই ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরিকল্পনা

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

আজ পেট্রোল-ডিজেলের দাম২৩ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে...

টোকিওতে অবহেলায় রাসবিহারীর সমাধি! দুঃখিত অভিষেক, ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...