Saturday, December 13, 2025

বঙ্গে ফের ডেইলি প্যাসেঞ্জার মোদি! এবার মালদহে জনসভা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

চব্বিশের লোকসভা নির্বাচনেও গোটা দেশের মতো মোদিকে মুখ করেই বাংলায় বৈতরণী পার হতে চাইছে বিজেপি। এবার ভোট ঘটনার আগে থেকেই এ রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক যেমন একুশের বিধানসভা নির্বাচনের সময় করেছিলেন। সেবার দুশো আসন জেতার দাবি নিয়ে প্রচারে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেছিলেন মোদি-অমিত শাহ, কিন্তু থামতে হয়েছিল ৭৭-এ! এবার গোটা দেশে চারশো আসনের দাবি নিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছেন মোদি, বাকিটা যাবে যাবে ৪ জুন।

এদিকে রাজ্যে দ্বিতীয় দফায় ভোটে দিন অর্থাৎ আগামিকাল, শুক্রবার ফের প্রচারে আসছেন মোদি। এবার তিনি মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করবেন। ২০১৯- এর ভোটে মালদহ উত্তরে খগেন মুর্মু জিতলেও দক্ষিণে সামান্য ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হারতে হয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে।

তবে একুশের বিধানসভা ভোট নিরাশ করেনি শ্রীরূপাকে। গত বিধানসভা ভোটে তিনি ইংলিশবাজার থেকে বিধায়ক হন। তাই শ্রীরূপার উপর এবারও আস্থা রেখেছে পদ্ম পার্টি। তাঁকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই কেন্দ্রে রোড-শো করেন। এবার আসছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামিকাল মালদহের সভাটি ধরলে চলতি লোকসভা ভোট মরশুমে নরেন্দ্র মোদির নবম সভা হতে চলেছে। তার আগে তিনি এরাজ্যে আরামবাগ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বারাসত, কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট এবং রায়গঞ্জে সভা করেন। অন্যদিকে, অমিত শাহ এখনও পর্যন্ত এরাজ্যে মাত্র দু’টি জনসভা করেছেন। ১০ মার্চ বালুরঘাট এবং মঙ্গলবার রায়গঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন। অর্থাৎ মোদিকে সামনে রেখেই এবার বঙ্গের লোকসভা ভোটের বৈতরণী পার হতে চায় পদ্ম শিবির।

spot_img

Related articles

কলকাতা পর্ব পিছনে ফেলে নিজামের শহরে মেসি, রাত আটটায় শুরু অনুষ্ঠান

গোট ট্যুর ইন্ডিয়া-র (GOAT Tour India) অনুষ্ঠানে যোগ দিতে এবার কলকাতা পর্ব সেরে হায়দরাবাদে পৌঁছে গেলেন ফুটবলের রাজপুত্র।...

শহরাঞ্চলেও আবাস যোজনায় গতি, দেড় লক্ষ নতুন বাড়ির প্রক্রিয়া শুরু 

রাজ্যের শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগ আরও জোরদার করল সরকার। গ্রামাঞ্চলের...

কথায়-কাজে বিস্তর ফারাক, পরিকল্পনাহীন অনুষ্ঠানে ‘ফ্লপ’ শতদ্রু

কথা রাখলেন না শতদ্রু দত্ত( Satadru dutta), অনেক স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীদের। পেলে-মারাদোনা-মার্টিনেজের পর কলকাতায় নিয়ে এলেন মেসিকেও।...

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায়...