Tuesday, August 26, 2025

বঙ্গে ফের ডেইলি প্যাসেঞ্জার মোদি! এবার মালদহে জনসভা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

চব্বিশের লোকসভা নির্বাচনেও গোটা দেশের মতো মোদিকে মুখ করেই বাংলায় বৈতরণী পার হতে চাইছে বিজেপি। এবার ভোট ঘটনার আগে থেকেই এ রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক যেমন একুশের বিধানসভা নির্বাচনের সময় করেছিলেন। সেবার দুশো আসন জেতার দাবি নিয়ে প্রচারে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেছিলেন মোদি-অমিত শাহ, কিন্তু থামতে হয়েছিল ৭৭-এ! এবার গোটা দেশে চারশো আসনের দাবি নিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছেন মোদি, বাকিটা যাবে যাবে ৪ জুন।

এদিকে রাজ্যে দ্বিতীয় দফায় ভোটে দিন অর্থাৎ আগামিকাল, শুক্রবার ফের প্রচারে আসছেন মোদি। এবার তিনি মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করবেন। ২০১৯- এর ভোটে মালদহ উত্তরে খগেন মুর্মু জিতলেও দক্ষিণে সামান্য ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হারতে হয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে।

তবে একুশের বিধানসভা ভোট নিরাশ করেনি শ্রীরূপাকে। গত বিধানসভা ভোটে তিনি ইংলিশবাজার থেকে বিধায়ক হন। তাই শ্রীরূপার উপর এবারও আস্থা রেখেছে পদ্ম পার্টি। তাঁকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই কেন্দ্রে রোড-শো করেন। এবার আসছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামিকাল মালদহের সভাটি ধরলে চলতি লোকসভা ভোট মরশুমে নরেন্দ্র মোদির নবম সভা হতে চলেছে। তার আগে তিনি এরাজ্যে আরামবাগ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বারাসত, কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট এবং রায়গঞ্জে সভা করেন। অন্যদিকে, অমিত শাহ এখনও পর্যন্ত এরাজ্যে মাত্র দু’টি জনসভা করেছেন। ১০ মার্চ বালুরঘাট এবং মঙ্গলবার রায়গঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন। অর্থাৎ মোদিকে সামনে রেখেই এবার বঙ্গের লোকসভা ভোটের বৈতরণী পার হতে চায় পদ্ম শিবির।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...