Friday, November 7, 2025

ভোট শুরু হতেই ইভিএমে গন্ডগোল! বালুরঘাট- রায়গঞ্জ নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

দ্বিতীয় দফার নির্বাচন (Second phase of Loksabha Election 2024) শুরু হতে না হতেই ইভিএম (EVM mishaps) মেশিন নিয়ে অসন্তোষ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোট দিয়েছেন দার্জিলিং-এর তৃণমূল প্রার্থী গোপাল লামা (Gopal Lama)এবং রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।

আঁটোসাঁটো নিরাপত্তা এবং ৯৯.৫% বুথে ওয়েবকাস্টিং নিয়ে ভোট শুরু হলেও ইভিএমে গন্ডগোলের অভিযোগ আনছে ঘাসফুল শিবির। মূলত বালুরঘাট এবং রায়গঞ্জের ক্ষেত্রেই বেশি অভিযোগ জমা পড়েছে বলে নির্বাচন কমিশন (EC ) সূত্রে খবর।

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে বালুরঘাটে ৬টি পঞ্চায়েতে ইভিএম ঠিকমতো কাজ করছে না। কয়েকটি পঞ্চায়েত এলাকায় কারচুপির অভিযোগ উঠছে। বালুরঘাটের কালিকাপাড়া রামকৃষ্ণপুর জাকিরপুর, নাজিরপুরে ইভিএম নিয়ে অভিযোগ উঠেছে। দক্ষিণ খাদিমপুর এলাকায় সিপিডাব্লুডি অফিস ৬১নং বুথ-এ ইভিএম মেশিন খারাপের জন্য নির্দিষ্ট সময়ে শুরু ভোটগ্রহণ শুরু হয়নি বলে খবর। এদিন ভোট দেওয়ার উৎসাহ নিয়ে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন পড়ে ৬১ নং বুথে। ইভিএম মেশিন খারাপের রিপোর্ট সেক্টর অফিসে পাঠিয়েছে বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বালুরঘাটের পাশাপাশি রায়গঞ্জের গোয়ালপুকুর, ডালখোলা ১ সহ আরও কয়েকটি জায়গায় দীর্ঘক্ষণ ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও ইভিএমের গন্ডগোলের কারণে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version