ঘাটালে আজ দেবের হয়ে প্রচার, ঝাড়গ্রামেও জনসভা মমতার

দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে বাংলার তিন কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফার নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের ঘাসফুল শিবির দ্বিতীয় দফাতেও আত্মবিশ্বাসী। তবে উত্তরের পর এবার নজর দক্ষিণে। টানা প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী (CM of Bengal)। শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা দেবকে (Actor Dev) সঙ্গে নিয়ে জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পিংলাতে (Pingla ) দুপুর ১টা নাগাদ এই সভা হবে বলে দলীয় সূত্রে খবর।

গরমের দাবদাহকে উপেক্ষা করে ভোট প্রচারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মমতা। এদিন তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। ঘাটালের পর মমতা সভা করবেন ঝাড়গ্রামে। সেখানকার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন (Kalipada Soren)। দুপুর ২টো নাগাদ গরবেতা হাই স্কুল মাঠে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী।