Friday, November 14, 2025

চাকরিখেকো রাম-বাম-শ্যাম: বিরোধীদের তীব্র তিরস্কার মমতার, চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস

Date:

কলকাতা হাই কোর্টে রায়ে এসএসসি মামলায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার। এই নির্দেশ নিয়ে শুক্রবার, পিংলার সভা থেকে একতিরে বিজেপি, বাম ও কংগ্রেসকে তীব্র তিরস্কার করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে পিংলায় প্রচারসভা থেকে বিরোধীদের ‘মানুষখেকো বাঘে’র সঙ্গে তুলনা করে ‘চাকরিখেকো মানুষ’ বলে তীব্র আক্রমণ করেন মমতা।

মমতা (Mamata Banerjee) বলেন, “মানুষখেকো বাঘ দেখেছেন? গ্রামগঞ্জের মানুষের কাছে এটা প্রচলিত কথা। আমি বলব, চাকরিখেকো মানুষ দেখেছেন? বিজেপি, সিপিএম সেটাই। ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল!” তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “আপনারা চাকরি খেলেন, তার পর বলছেন যে বেতন পেয়েছেন, তা ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে! যিনি এই রায় দিয়েছেন, তাঁর আমি নাম করছি না। কিন্তু তাঁর যদি সারাজীবনের সব কিছু চলে যায় আর বলা হয় সব টাকা ফেরত দাও। তা হলে পারবেন? যখন ইচ্ছে হল সকলের চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক?”

তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, “মানুষ যখন কোথাও বিচার পান না, তখন আদালতই ভরসা। সেই আদালতে এখন বিজেপি খুন করলেও বেল আর তৃণমূল কিছু না করলেও জেল। তবু বলব, বিচারব্যবস্থায় এখনও কিছু ভালো মানুষ রয়েছেন। তাঁদের বলব, বিজেপির কথা শুনে রায় দেবেন না।”

এর পর বিরোধীদের তীব্র হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”যারা ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল, তাদের ছেড়ে দেব? কারও চাকরি এভাবে খাওয়া যায় না। যদি কোনও ভুল থাকে বলবেন সংশোধন করে নেবে। সে তো শ্রমটা দিয়েছে। শ্রমের টাকাটা আপনি নেবেন কী করে? শুধু শ্রমদান নয়, ২৬ হাজার শিক্ষক যদি চলে যায় স্কুলগুলিকে পড়াবে কে?” মমতা আশ্বাস দেন, “এভাবে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি আমি খেয়ে নিতে দেব না। তাছাড়া যাঁরা এতদিন শ্রম দিল আপনি কী করে তাঁদের শ্রমের পারিশ্রমিক কেড়ে নিতে পারেন? এটা আমরা হতে দেব না। যতদূর যেতে হয় যাব।”




Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version