আগামী এক সপ্তাহ খাবার খাবেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামী এক সপ্তাহ নাকি খাবার খাবেন না তিনি । এদিন সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান হায়দরাবাদ অধিনায়ক। কিন্তু কেন? যদিও সেই রহস্যের উন্মোচন করলেন কামিন্স।

আসলে এবারের আইপিএলে হায়দরাবাদ দলে রয়েছেন কামিন্স। অধিনায়কও তিনি। কামিন্সের পরিবার ভারতে এসেছে। তার বন্ধুরাও এসেছে। তাই সকলকে নিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিলেন কামিন্স। এদিন হায়দরাবাদের এক বিখ্যাত রেস্তরাঁয় বিরিয়ানি খান তিনি । আর তারপরই এই কোথা বলেন কামিন্স।
এদিন সোশ্যাল মিডিয়ায় কামিন্স বলেন, “পরিবারের সঙ্গে হায়দরাবাদে দারুণ একটা দিন কাটালাম। প্রথম বার ওরা ভারতে এসেছে। তাই বিরিয়ানি খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আগামী এক সপ্তাহ আমাদের খেতে হবে না।”

View this post on Instagram
চলতি আইপিএল-এ ভালো জায়গায় আছে হায়দরাবাদ। আইপিএলে হায়দরাবাদ তৃতীয় স্থানে রয়েছে। আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা।

আরও পড়ুন- ইস্টবেঙ্গলেই থেকে গেলেন হিজাজি-ক্রেসপো : সূত্র
