Saturday, August 23, 2025

ভোটের সময় ইস্যু তৈরির চেষ্টা! চাকরিহারাদের নিয়ে পথে বাম ছাত্র-যুবরা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এর বিরোধিতায় ইতিমধ্যেই এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ। হাইকোর্টের রায়ে বিনা কারণে প্রায় ১৯ হাজার মানুষের চাকরি যাওয়ার প্রতিবাদ করে রাজ্যও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এরই মধ্যে কোনও ইস্যু না পেয়ে চাকরিহারাদের তাতানোর কাজ শুরু করল বামেরা। শনিবার এসএসসি ভবন অভিযানে যায় বাম ছাত্র-যবুরা। চাকরিহারাদের একাংশকে সঙ্গে নিয়ে এসএসসি ভবনের বিরুদ্ধে যাওয়ার আগেই যদিও তাঁদের গ্রেফতার করে পুলিশ। তবে যে দলের পতাকা নিয়ে প্রতিবাদে নামার চেষ্টা করছেন বামেরা তাঁদেরই সাংসদ আদালতের চাকরি বাতিলের রায়কে সমর্থন করে সরব হচ্ছেন। নিছকই নির্বাচনের আগে একটা ইস্যু ধরার চেষ্টায় মরিয়া বাম ছাত্র-যুবরা।

শনিবার এসএসসি ভবনে ডেপুটেশন কর্মসূচি ছিল বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই-এর। সল্টলেকে আচার্য সদনের বাইরেই ব্যারিকেড করে তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ ও চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু করে বামেরা। মীনাক্ষি মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম নেতা ও চাকরিহারাদের একাংশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে। ফের গ্রেফতার হওয়া বামকর্মীদের মুক্তির দাবিতে আচার্য সদনের বাইরেই প্রতিবাদ শুরু করে।

লোকসভা নির্বাচনের দুটি দফা হয়ে যাওয়ার পরে কার্যত বামেদের কোথাও সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার হাইকোর্টের রায়কে হাতিয়ার করে পরবর্তী দফাগুলিতে কিছুটা অক্সিজেন পেতে চাইছে বামেরা। একদিকে রাজ্যসভার বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে ক্ষোভে ফুঁসতে থাকা চাকরিহারাদের একাংশের আবেগকে হাতিয়ার করে মাঠে নামতে চাইছে বাম ছাত্র-যুবরা। যদিও ইতিমধ্য়েই রাজ্য সরকার যোগ্য চাকরিহারাদের সমর্থনে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। বাস্তবে সাহায্য হয় এমন কোনও পদক্ষেপ না পেয়ে ভোটের বাজারে পথে নামছে বামেরা।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...