কপ্টারে উঠে হালকা চোট, কুলটির সভায় স্বমহিমায় তৃণমূল সুপ্রিমো

0
1

লোকসভা ভোটের মধ্যেই ফের চোট পেলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, তাঁর জোড়া সভা কুলটি ও আসানসোলে। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চড়ার সময়ই বিপত্তি। কপ্টারের ভিতরেই হালকা হোঁচট খান মুখ্যমন্ত্রী। আপাতত সুস্থ আছেন তিনি। কুলটির সভায় স্বমহিমায় রয়েছেন মমতা।

এদিন বেলায় দুর্গাপুর হেলিকপ্টারে (Helicopter) উঠতি গিয়েই বিপত্তি হয়। তবে, সাময়িক ধাক্কা সামলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটির জনসভায় বক্তব্য পেশ করছেন মমতা (Mamata Banerjee)। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক, ভি শিভদাসন দাসু, মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, প্রমুখ। আদিবাসী নৃত্য করে তৃণমূল সভানেত্রীকে স্বাগত জানানো হয়।