Monday, August 11, 2025

ভালো সময়েই ৩০৩, এবার ২০০ পেরোবে না! বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

যে কোনও নির্বাচনের আগেই টার্গেট ঠিক করে বিজেপি (BJP)। যদিও বেশিরভাগ ক্ষেত্রে তার ধারে কাছে পৌঁছতে পারে না। এবার তাদের স্লোগান, এইবার ৪০০ পার। শনিবার, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলের ঊষাগ্রাম হাই স্কুলের মাঠের জনসভা থেকে এই বিষয় নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, যখন বিজেপির পিক টাইম ছিল, তখনই পেয়েছিল ৩০৩। এবার দুশোও পেরবো না বলে মত তৃণমূল সুপ্রিমোর।

এদিন, দ্বিতীয় সভা থেকে বিজেপিকে তুলোধনা করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, আগের বার বাংলার বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বলেছিল, “ইস বার দোশো পার”। কিন্তু একশোও পেরোয়নি। এবার তারা বলছে ৪০০ পার! কিন্তু গেরুয়া শিবিরের ভালো সময়ও ৩০৩-এর বেশি আসন পায়নি। তৃণমূল সুপ্রিমোর কথায়, এবার বিজেপি দুশোও পেরোবে না।

একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো ফের জানিয়ে দেন, বাংলায় কোনও জোট নেই। এখানে বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে তৃণমূল। নির্বাচনের ফল প্রকাশের পরে, দিল্লি থেকে মোদিকে হঠিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে জোট সরকার করবে তৃণমূল।

রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, অনেক বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য। আরও বাড়ি করা হবে। “ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা দেব। পরে আরও ৬০ হাজার দেব। ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। প্রেশার, সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে মোদির দাম কমেছে।’’

মোদি সরকারকে নিশানা করে মমতা বলেন, “এখানে কর তুলে নিয়ে গেলেও আমরা সুবিধা পাই না। রেশন বাবদ ১২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা করেন।“




spot_img

Related articles

প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা (Kripasindhu Saha)। সোমবার চুঁচুড়ায় (Chuchura) তাঁর বাসভবন 'কুঁড়েঘর'-এ শেষ...

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...