Saturday, November 8, 2025

আজ যুবভারতীতে মেগা ম্যাচ, ওড়িশার বিরুদ্ধে ৯০ মিনিটে জয় চাইছেন হাবাস

Date:

Share post:

আজ রবিবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর দ্বিতীয় লেগের সেমিফাইনালে ওড়িশার বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম লেগে ওড়িশার কাছে এগিয়ে থেকেও ১-২ গোলে হেরেছে সবুজ-মেরুন। তাই রবিবাররের ম্যাচ যে মরণ-বাঁচন ম্যাচ বাগানের সামনে তা ভালই জানেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। হাবাসের কথায় ফাইনালে যেতে গেলে রবিবার তাদের সামনে আরও একটা ফাইনাল।

ওড়িশা ম্যাচের আগে এই নিয়ে হাবাস বলেন, “ কোনও ম্যাচে হারলে আগে নিজেদের পর্যালোচনা করতে হয়। আমার মনে হয়েছে আগের ম্যাচে দল ১০০ শতাংশ দিতে পারেনি। সেই জেদটা ছিল না। লিগ জেতার পরে যে কোনও ফুটবলারই একটু ঢিলে দিয়ে ফেলে। এটা খুবই স্বাভাবিক। মনে হয় আমার দলের ফুটবলারদের মধ্যেও সেটা চলে এসেছিল। তাতেই গন্ডগোল হয়েছে। তবে রবিবারের ম্যাচে ১০০ শতাংশ দিতেই নামব। রবিবার ম্যাচও আমাদের কাছে ফাইনালের মতোই।”

কার্ড সমস্যায় দলে নেই দলের নির্ভরযোগ্য স্টাইকার আর্মান্দো সাদিকু। রবিবারের ম্যাচে এটা কি চিন্তায় রাখছে বাগানকে? যদিও এই সব ভাবতে নারাজ বাগান কোচ। দলে কারা নেই সেটা নিয়ে ভাবতে রাজি নন হাবাস। এই নিয়ে তিনি বলেন, “ দলে কারা নেই সেটা নিয়ে ভাবতে রাজি নই। আমার ভাবনা গোটা দল নিয়ে। যাঁরা রয়েছে তাঁদের নিয়ে। বিপক্ষে অনেক ভাল ফুটবলার রয়েছে। আমি ম্যাচ নিয়ে বেশি চিন্তিত।”

প্রথম লেগে বাগানকে কাত করে দিয়েছিলেন রয় কৃষ্ণা। তার গোলের সুবাদেই ম্যাচ হারে সবুজ-মেরুন। রবিবারের ম্যাচেও তিনি পার্থক্য গড়ে দিতে পারেন। তাই কৃষ্ণাকে নিয়ে কি কোন আলাদা পরিকল্পনা থাকবে? এই জবাবে হাবাস বলেন, “ একটা ম্যাচের জন্য এভাবে ফর্মেশন বদলানো যায় না। এখন ফর্মেশন বদলানোর কোনও সময় নেই। ২-৩ দিনে ওটা হয় না। রিকভারি, ম্যাচের পরিকল্পনার সময় দিতে হবে।”

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...