ফের শাস্তি পেলেন ঈশান কিষাণ, কি করলেন মুম্বইয়ের উইকেটরক্ষক?

এদিন এই নিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন ঈশান।

ফের শাস্তি জুটল ঈশান কিষাণের কপালে। এর আগে বিসিসিআইয়ের থেকে শাস্তি পেয়েছিলো ঈশান। আর এবার আইপিএলেও শাস্তি পেলেন মুম্বইয়ের উইকেটকিপার। আইপিএলের আচরণ বিধি ভঙ্গের জন্য তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ না মেনে ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ঈশানকে।

এদিন এই নিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন ঈশান। লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস ম্যাচের পর ঈশানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন। ঈশানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ম্যাচ রেফারির এই সিদ্ধান্তই চূড়ান্ত।”

আচরণবিধির ২.২ ধারায় বলে হয়েছে, ক্রিকেটীয় আচরণের সঙ্গে সঙ্গত নয় এমন সমস্ত কিছুই শাস্তিযোগ্য। যার মধ্যে আছে ইচ্ছাকৃত উইকেটে ব্যাট দিয়ে মারা, অভব্য আচরণ করা, মাঠ বা ড্রেসিং রুমের সম্পত্তি নষ্ট করার চেষ্টা ইত্যাদি। তবে ঈশান ঠিক কী করেছেন, তা পরিষ্কার করে জানাননি আইপিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় ভারতের