Monday, August 25, 2025

আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন, মেট্রো

Date:

গরমের তীব্র দাবদাহের মাঝেই রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) । প্রবল গরমে যাতে পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে না পড়েন সেই কারণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস-এর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সারাদিন ধরেই লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবায় (Extra Local train and Metro) বাড়তি সুবিধা মিলবে।বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত (Math) এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের (Physics and Chemistry) পরীক্ষা নেওয়া হবে।

নির্বিঘ্নে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের পাশাপাশি সতর্ক রাজ্যের বিদ্যুৎ দফতর। লোডশেডিং হলে প্রত্যেককেন্দ্রে পর্যাপ্ত সংখ্যায় জেনারেটর থাকছে।অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া পরীক্ষার্থীর ছবি, সচিত্র পরিচয়পত্র পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। ১৫ মিনিট আগেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, পেন, হাতঘড়ি, যে কোনও রকমের ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে এই সমস্ত জিনিস পাওয়া গেলে, তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল করা হবে।পূর্ব রেল সূত্রে খবর, পরীক্ষার জন্য হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ৪০ মিনিট এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে অতিরিক্ত ৬ জোড়া ট্রেন চালানো হচ্ছে। ৫ জোড়া বাড়তি মেট্রো চলবে। শুধু তাই নয় রবিবার সকাল সাড়ে ৮টা থেকে মেট্রো মিলবে বলে জানা গেছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version