Thursday, November 13, 2025

বুকের পাটা যদি ৫৬ ইঞ্চি হলে শ্বেতপত্র প্রকাশ করুন: মোদিকে চ্যালেঞ্জ মমতার

Date:

মিথ্যে কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এত মিথ্যা কথা বলা শোভা পায় না। রবিবার দ্বিতীয় সভা থেকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাংলায় ভাঁওতা দিচ্ছেন মোদি বাবু। মালদহ উত্তরের দলীয় প্রার্থীর সমর্থনে হবিবপুরে প্রচার সভা থেকে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “যদি বুকের পাটা ৫৬ ইঞ্চি হয় তাহলে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বাংলা কোথায় কী দুর্নীতি হচ্ছে তার শ্বেতপত্র প্রকাশ করুন।”

তৃণমূল সুপ্রিমো বলেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে লাগাতার ভাঁওতা দিয়ে যাচ্ছেন। এটা একজন প্রধানমন্ত্রীকে শোভা পায় না। বাংলার বিরুদ্ধে তিনি (মোদি) দুর্নীতির অভিযোগ তুলছেন। অথচ বিজেপি শাসিত যে সব রাজ্য সেই রাজ্যের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ) এরপরে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, যদি বুকের পাটা ৫৬ ইঞ্চি হয় তাহলে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বাংলা কোথায় কত দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুন।

এক তিরে বাম-বিজেপিকে বিদ্ধ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, সিপিআইএমের নেতাই (খগেন মুর্মু) এখন বিজেপির সাংসদ। সিপিএম (CPIM) যখন ছিল, তখন ভয়ঙ্কর অত্যাচার করেছে। তৃণমূল নেত্রী সেই সব দিনের কথা মনে করান, যে সময় কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী থেকে শুরু করে তাঁর সহযোগীরা সিপিএমের আক্রমণে রক্তাক্ত হয়েছিলেন। আর এখন বিজেপি সব জিনিসের দাম বাড়িয়ে চলছে- ওষুধ, রান্নার গ্যাস। তাঁর কথায়, বিজেপি এবার হারছে। যে যতই চেষ্টা করুক, বিজেপিকে জেতাতে পারবে না। আর বিজেপি জিতলে দেশটা আর থাকবে না। “১-২-৩, বিজেপিকে বিদায় দিন”- দলীয় প্রার্থীর নাম ইভিএমএ তিন নম্বরে রয়েছে বলে এই বার্তা দেন তৃণমূল (TMC) সভানেত্রী।

সভা থেকে নাগরিকত্বের ইস্যুতে বিজেপিকে (BJP) তুলোধোনা করেন মমতা। বলেন, “এনআরসি হলে সবাইকে তাড়িয়ে দেবে। বলবে জেলে গিয়ে থাকো। সিএএ-তে দরখাস্ত করলেই সে বিদেশি হয়ে যাবে। ভয়তে কেউ দরখাস্তও করছে না।” এরপরে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিয় বলেন , “এতদিন যাঁদের ভোটে জিতে এল, তারাই নাকি অনুপ্রবেশকারী। সবাই যদি অনুপ্রবেশকারী হয় তাহলে আপনিও অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী। আমিও তাহলে অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী। সব পঞ্চায়েত, বিধানসভাও তাই!”




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version