Sunday, November 9, 2025

নির্বাচন কমিশনকে থোড়াই কেয়ার, হিন্দুত্বের ভাসনই ভরসা মোদির

Date:

Share post:

নির্বাচনের আদর্শ আচরণবিধি ভেঙে ধর্মীয় বক্তৃতার জন্য বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। আবার শনিবারই মোদির মুখে সনাতন ধর্মের বার্তা। বিরোধীদের কটাক্ষ করতে সনাতন ধর্মকেই বেছে নিতে হল মোদিকে। কমিশনের নজরদারির পক্ষপাতমূলক আচরণ নিয়ে বিরোধীরা বারাবার যে প্রশ্ন তুলেছে, তাকেই কার্যত সমর্থন করছে প্রধানমন্ত্রীর জমিদারি মনোভাব। বাস্তবে কমিশন ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে বিরোধীদের দায়ের করা অভিযোগ নিয়ে নোটিশ আদৌ যে মোদিকে দেয়নি তার জন্য হয়তো সতর্ক হওয়াও সঙ্গত মনে করছেন না প্রধানমন্ত্রী।

মহারাষ্ট্রের কোলাপুরে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি বিরোধী জোটকে কটাক্ষ করতে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পুত্র উদয়নিধি স্ট্যালিনের ২০২৩ সালের করা মন্তব্য টেনে আনেন। মহারাষ্ট্রে বিরোধীদের যৌথ সভায় ডিএমকে-কে ডেকে মঞ্চে তোলা নিয়ে কটাক্ষ করেন মোদি। তিনি দাবি করেন, “জোট তাঁদের মহারাষ্ট্রে ডাকছে এবং সম্মান জানাচ্ছে যারা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে।” এমনকি মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে কাশ্মীর ইস্যুকেও হাতিয়ার করতে ছাড়েননি মোদি।

তৃতীয় দফা নির্বাচনে দক্ষিণ ভারতে সেভাবে নির্বাচন নেই। উত্তর ভারতের অনেকাংশে নির্বাচন তৃতীয় দফায়। উন্নয়নের বার্তা না থাকায় ধর্মীয় প্রচারকে হাতিয়ার করেই যে তৃতীয় দফা পার করতে হবে বিজেপিকে সে কথা বুঝেই হয়তো ফের ধর্মীয় তাস খেলা শুরু নরেন্দ্র মোদির। ধর্মীয় বিদ্বেষ বক্তব্যের উদাহরণ সহ তুলে ধরলেও কমিশন সেখানে পদক্ষেপ নিতে পারে না। বিজ্ঞপ্তিও তাঁকে না দিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে সেই বিজ্ঞপ্তি পাঠায় কমিশন। এরপর যত উত্তরের রাজ্যে নির্বাচন বাড়বে তত ধর্মকে হাতিয়ার প্রচারও বাড়বে নরেন্দ্র মোদির।

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...