Wednesday, November 12, 2025

পিয়ার জীবনে নতুন প্রাণ, সমাজমাধ্যম থেকে দূরত্বে পরম-পত্নী 

Date:

Share post:

বিয়ের কয়েক মাস যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর (Parambrata Chatterjee and Piya Chakraborty) জীবনে তৃতীয় জনের প্রবেশ। তাঁদের মধ্যে এসেছে এক ছোট্ট প্রাণ। তাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন পরম-পত্নী যে সোশ্যাল মিডিয়া (Social media) থেকে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বজায় রাখছেন। জল্পনা মাথাচাড়া দেওয়ার আগেই অনুরাগীদের সঙ্গে নিজের আনন্দের খবর ভাগ করে নিলেন পিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ছোট্ট প্রাণটির ছবি দিয়ে পিয়া লেখেন, ‘আমি আনন্দের সঙ্গেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি। কারণ এই ছোট্ট প্রাণটি আমার জীবন কেড়ে নিয়েছে। যাকে আমি গত সপ্তাহে আমার অফিস চত্ত্বর থেকে পেয়েছি। এত্ত নরম, উষ্ণ এবং গায়ে প্রচুর লোম।’ আসলে পিয়া তাঁর আদরের বিড়ালের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের পর থেকেই দুজনকে নিয়ে বিস্তর আলোচনা- সমালোচনা হয়েছে। পিয়া শুধুই অভিনেতা পরমব্রতর স্ত্রী নন, পেশায় তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মীও বটে। প্রাক্তন স্বামী গায়ক সুরকার অনুপমের একসময়ের বন্ধুকে বিয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয় নব দম্পতিকে। কিন্তু অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়ে দুজনেই বিষয়টি সামলেছেন। এমনকি কেউ বা কারা রটিয়েছিলেন যে পিয়ার নাকি আগে থেকেই দুটো সন্তান রয়েছে। তবে সেসব কাটিয়ে ওঠে আপাতত ছোট্ট বিড়ালকে নিয়ে আনন্দেই আছেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই চারপেয়ের ছবি পোস্ট করে পিয়া তাঁকে দত্তক নেওয়ারও আর্জি জানিয়েছিলেন। তবে সেই পোস্টে সাড়া না মেলায় আপাতত নিজের কাছেই তাকে রেখেছেন।

 

spot_img

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...