Friday, August 29, 2025

পিয়ার জীবনে নতুন প্রাণ, সমাজমাধ্যম থেকে দূরত্বে পরম-পত্নী 

Date:

বিয়ের কয়েক মাস যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর (Parambrata Chatterjee and Piya Chakraborty) জীবনে তৃতীয় জনের প্রবেশ। তাঁদের মধ্যে এসেছে এক ছোট্ট প্রাণ। তাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন পরম-পত্নী যে সোশ্যাল মিডিয়া (Social media) থেকে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বজায় রাখছেন। জল্পনা মাথাচাড়া দেওয়ার আগেই অনুরাগীদের সঙ্গে নিজের আনন্দের খবর ভাগ করে নিলেন পিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ছোট্ট প্রাণটির ছবি দিয়ে পিয়া লেখেন, ‘আমি আনন্দের সঙ্গেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি। কারণ এই ছোট্ট প্রাণটি আমার জীবন কেড়ে নিয়েছে। যাকে আমি গত সপ্তাহে আমার অফিস চত্ত্বর থেকে পেয়েছি। এত্ত নরম, উষ্ণ এবং গায়ে প্রচুর লোম।’ আসলে পিয়া তাঁর আদরের বিড়ালের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের পর থেকেই দুজনকে নিয়ে বিস্তর আলোচনা- সমালোচনা হয়েছে। পিয়া শুধুই অভিনেতা পরমব্রতর স্ত্রী নন, পেশায় তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মীও বটে। প্রাক্তন স্বামী গায়ক সুরকার অনুপমের একসময়ের বন্ধুকে বিয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয় নব দম্পতিকে। কিন্তু অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়ে দুজনেই বিষয়টি সামলেছেন। এমনকি কেউ বা কারা রটিয়েছিলেন যে পিয়ার নাকি আগে থেকেই দুটো সন্তান রয়েছে। তবে সেসব কাটিয়ে ওঠে আপাতত ছোট্ট বিড়ালকে নিয়ে আনন্দেই আছেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই চারপেয়ের ছবি পোস্ট করে পিয়া তাঁকে দত্তক নেওয়ারও আর্জি জানিয়েছিলেন। তবে সেই পোস্টে সাড়া না মেলায় আপাতত নিজের কাছেই তাকে রেখেছেন।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version