Friday, November 7, 2025

পিয়ার জীবনে নতুন প্রাণ, সমাজমাধ্যম থেকে দূরত্বে পরম-পত্নী 

Date:

বিয়ের কয়েক মাস যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর (Parambrata Chatterjee and Piya Chakraborty) জীবনে তৃতীয় জনের প্রবেশ। তাঁদের মধ্যে এসেছে এক ছোট্ট প্রাণ। তাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন পরম-পত্নী যে সোশ্যাল মিডিয়া (Social media) থেকে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বজায় রাখছেন। জল্পনা মাথাচাড়া দেওয়ার আগেই অনুরাগীদের সঙ্গে নিজের আনন্দের খবর ভাগ করে নিলেন পিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ছোট্ট প্রাণটির ছবি দিয়ে পিয়া লেখেন, ‘আমি আনন্দের সঙ্গেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি। কারণ এই ছোট্ট প্রাণটি আমার জীবন কেড়ে নিয়েছে। যাকে আমি গত সপ্তাহে আমার অফিস চত্ত্বর থেকে পেয়েছি। এত্ত নরম, উষ্ণ এবং গায়ে প্রচুর লোম।’ আসলে পিয়া তাঁর আদরের বিড়ালের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের পর থেকেই দুজনকে নিয়ে বিস্তর আলোচনা- সমালোচনা হয়েছে। পিয়া শুধুই অভিনেতা পরমব্রতর স্ত্রী নন, পেশায় তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মীও বটে। প্রাক্তন স্বামী গায়ক সুরকার অনুপমের একসময়ের বন্ধুকে বিয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয় নব দম্পতিকে। কিন্তু অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়ে দুজনেই বিষয়টি সামলেছেন। এমনকি কেউ বা কারা রটিয়েছিলেন যে পিয়ার নাকি আগে থেকেই দুটো সন্তান রয়েছে। তবে সেসব কাটিয়ে ওঠে আপাতত ছোট্ট বিড়ালকে নিয়ে আনন্দেই আছেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই চারপেয়ের ছবি পোস্ট করে পিয়া তাঁকে দত্তক নেওয়ারও আর্জি জানিয়েছিলেন। তবে সেই পোস্টে সাড়া না মেলায় আপাতত নিজের কাছেই তাকে রেখেছেন।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version