২৬ হাজার চাকরি বাতিল! SSC মামলার শুনানির দিনক্ষণ জানাল সর্বোচ্চ আদালত

নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে সদ্যই চাকরি হারিয়েছেন রাজ্যের ২৫,৭৫৩ শিক্ষক ও অশিক্ষক কর্মী। একধাক্কায় ২৫,৭৫৩ চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলার শনিবার শুনানির দিন জানাল শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। জানা গিয়েছে, আগামী ২৯ তারিখ, সোমবার এসএসসি মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি এই বেঞ্চে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল এসএসসি মামলার রায় দেয় হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। তাতে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হয়। তাতে আচমকা চাকরি হারান ২৫,৭৫৩ শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্যানেলের মেয়াদ শেষের পরও যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ১২ শতাংশ সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শুরু হবে সোমবার থেকে। তিন বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। জানা গিয়েছে, দুপুর ১২টা থেকে সুপ্রিম কোর্টে এই মামলা শুরু হবে।

আরও পড়ুন- অভিনব অ্যাপ এর নয়া প্রয়াস ” টার্নিং পয়েন্ট”