Wednesday, November 12, 2025

পাঞ্জাব ম্যাচের হার ভুলে দিল্লি ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা কেকেআর শিবিরে

Date:

আগামিকাল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে শ্রেয়সদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রান করেও হারতে হয়েছে কলকাতাকে।সেই ম্যাচের জ্বালা ভুলে সৌরভ গোঙ্গোপাধ্যায়ের দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।

পাঞ্জাব ম্যাচে ছিলেন না মিশেল স্টার্ক। এই মরশুমে অজি বোলারের রেকর্ড একেবারেই ভাল নয়। তবুও ২৪ কোটি টাকা দিয়ে কেনা বোলারের প্রতি প্রত্যাশা থেকেই যায়। চোট সারিয়ে সোমবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে কি ফিরবেন তিনি? তবে দিল্লি ম্যাচের আগে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে গেলেন, বোলিং বিভাগে যা রয়েছে তা দিয়েই কাজ চালাতে হবে তাদের। টুর্নামেন্টের মাঝপথে বদল সম্ভব নয়। তবে কি তিনি স্টার্ককেই ইঙ্গিত করলেন?

ম্যাচের আগেরদিন, কলকাতা দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে বেশ আশাবাদী শুনিয়েছে। তিনি বলেন, ‘ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। নেটে দেখে ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ স্টার্কের জায়গায় খেলতে নামা দুষ্মন্ত চামিরাকে খেলানো হলেও তিনি প্রথম ম্যাচে ব্যর্থ। দারুন একটা রান আউট করলেও বল হাতে প্রচুর রান খেয়েছেন। উইকেটও তুলে নিতে পারেননি। সেই কারণে ফিট হলেই দলে স্টার্ককে ফেরাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে ইডেনের পিচে প্রচুর রান ওঠা নিয়ে কোনও অভিযোগই করতে শোনা যায়নি নাইটদের কোচকে। তিনি বলেন, ‘সমস্ত জায়গাতেই প্রচুর রান হচ্ছে, তাই নির্দিষ্ট কোনও মাঠের পিচ নিয়ে প্রশ্ন তোলার মানেই হয় না।’

এদিকে ব্যাটাররা প্রচুর রান করলেও তা ডিফেন্ড করতে পারছেন না বোলাররা। এনিয়ে কোনও অভিযোগ না করলেও, কেকেআর কোচ যে হতাশ তা বোঝা গেল। তবে তাঁর ক্ষোভ ঠিক কার বিরুদ্ধে তা এখনও বোঝা যায়নি। প্রায় ২৫ কোটি দাম দিয়ে কেনা স্টার্ক। ৭ ম্যাচে ২৮৭ রান দিয়ে ৬ উইকেট। এটাই হল অজি বোলারের পরিসংখ্যান। বোলারদের প্রসঙ্গ উঠতেই পন্ডিত বলেন, ‘যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার দিকেই খেয়াল রাখতে হবে। বোলিং বিভাগে যা রয়েছে তা দিয়েই কাজ চালাতে হবে তাদের। টুর্নামেন্টের মাঝপথে বদল সম্ভব নয়। দেখতে হবে কীভাবে আমাদের পরিকল্পনা কাজে লাগানো যায়।’

এদিকে দিল্লি ম্যাচের আগে দলকে বিশেষ পেপটক দিলেন পণ্ডিত। তিনি বলেন, “ তোমাদের সবারই ভালো ক্রিকেট খেলার ক্ষমতা আছে। নিজেদের উপর ভরসা রাখো। একটা হারে ভেঙে পড়ার কিছু হয়নি। সামনে আরও ম্যাচ আছে। ভবিষ্যতে জয়ের পথে ফিরতে হবে। আমরা সবসময়ই সাহসী হওয়ার কথা আলোচনা করি। এটাই সাহসী হওয়ার সেরা সময়।“ পাঞ্জাব ম্যাচের হারের পর দিল্লির বিরুদ্ধে নামার আগে এমনটাই বার্তা দিলেন তিনি।

আরও পড়ুন- এবার বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন তিনি?

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version