Friday, August 22, 2025

‘ওষুধের দাম বাড়ছে কেন?’ বৃদ্ধের একের পর এক প্রশ্নবাণে মেজাজ হারালেন দিলীপ

Date:

Share post:

ইলেক্টোরাল বন্ড মারফত টাকা তোলার জন্য নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে কেন? বর্ধমান দুর্গাপুরের
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সামনে পেয়ে এমনই এক অভিযোগ তুললেন এক প্রবীণ নাগরিক। জবাব দিতে গিয়ে মেজাজ হারালেন দিলীপ।

আজ, সোমবার সকালে বর্ধমান শহরের কালীবাজার এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। তখনই বর্ধমান শহরেরই শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বিষ্টু সরকার তাঁকে দেখতে পেয়ে ক্রমাগত ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। আর ওই বৃদ্ধের এমন প্রশ্ন শুনেই মেজাজ হারান দিলীপ ঘোষ।

বিষ্টু সরকার নামের ওই বৃদ্ধ নাগরিকের দাবি, ইলেকট্ররাল বন্ডের জন্য ওষুধের দাম বাড়ছে। আপনারা ইলেকট্ররাল বন্ড নিচ্ছেন, তাই দাম বাড়ছে ওষুধের। বৃদ্ধের কথায়, “আমার ৩ হাজার টাকার মতো ওষুধ লাগে। পেপারে দেখাচ্ছে আপনারা ইলেকট্রল বন্ড নিচ্ছেন তার জন্য ওষুধের দাম বাড়ছে। আমার তিন হাজার টাকার জায়গায় ৩৭০০ টাকা লাগছে।”

পাল্টা দিলীপ ঘোষ বলেন, “ওরা বলছে আপনি বিশ্বাস করেন। ওরাও নিয়েছে বন্ড, যারা বলছে।” সেই নাগরিকের জবাব, ‘সিপিএমই তো মামলা করল। ওরা তো টাকা নেয় নি।” তখনই কিছুটা মেজাজ হারিয়ে দিলীপ ঘোষ নিজের মতো যুক্তি খাড়া করতে থাকেন। বিজেপি নেতার কথায়, “এর সঙ্গে ওষুধের কি সম্পর্ক? মোদিজি জন-ঔষুধী দোকান দিয়েছে। সেখানে ৯০% ডিসকাউন্ট। সেখান থেকে ওষুধ কিনুন। আপনি খোঁজ রাখুন।”

পাল্টা সেই বৃদ্ধ বলেন, “কোথায় ডিসকাউন্ট? আমরা তো কিনতে যাই। আমাদের তো ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট দেয়।” প্রতিনিয়ত দাম বাড়ছে। বচসা এখানেই থেমে থাকেনি। দিলীপ ঘোষ জিজ্ঞাসা করেন, “আপনার বয়স কত? তখন কত দাম ছিল?” প্রবীণ নাগরিকের উত্তর, “১৪ সালে এত দাম ছিল না।” বৃদ্ধের একের পর এক প্রশ্নবানের মুখে পড়ে দিলীপ ঘোষ বলেন, “ফ্রিতে চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন। বিনামূল্যে ৮০ কোটি লোক চাল পাচ্ছে। অনেক দিয়েছেন আপনারা। আমি জানি আপনি কি বলতে চাইছেন। দেখলে বোঝা যায়। বাংলাকে শ্মশান করেছেন আপনারা।”

পরে বিষ্টু সরকার সাংবাদিকদের জানান, “উনি আমাকে বলছেন আমি নাকি সিপিএমের লোক। এটা কেন বলবেন? আমি তো ভোটার হিসেবে ওঁকে প্রশ্ন করতেই পারি! উনি তো উত্তর দিতে বাধ্য।”

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...