Sunday, May 4, 2025

দুর্গাপুর এনআইটি-র ছাত্রের রহস্যমৃত্যু! বিক্ষোভের জেরে পদত্যাগ ডিরেক্টরের 

Date:

পরীক্ষা মনের মতো হয়নি, আর তার জেরেই রহস্যমৃত্যু দুর্গাপুর এনআইটির (Durgapur NIIT)এক পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনান্য পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (University Authority) গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। পুলিশ সূত্রে খবর, মৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম অর্পণ ঘোষ (২২)। হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। রবিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরীক্ষা দিয়ে হোস্টেলে যায় অর্পণ, এরপরই বাবাকে ফোনে জানিয়েছিল, তাঁর পরীক্ষা ভালো হয়নি। তার ঠিক একঘণ্টা পরেই হোস্টেলের ঘর থেকে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পড়ুয়াদের একাংশের দাবি, তাঁকে উদ্ধার করে প্রথমে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে পড়ুয়ার আই কার্ড দেখতে চেয়ে চিকিৎসায় দেরি করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অর্পণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ডাইরেক্টরের সম্পূর্ণ গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। এদিকে অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার এবং একাংশের পড়ুয়ারা।
এদিকে অর্পণের মৃত্যুর পরেই রবিবার সন্ধেয় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি)  ডিরেক্টর অরবিন্দ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। তখনই পদত্যাগ করেন ডিরেক্টর। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। এনআইটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করা হবে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version