Saturday, May 3, 2025

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) গ্রেফতারি মামলায় ইডি (ED)-কে নোটিশ জারি করল সর্বোচ্চ আদালত। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টেও (Jharkhand High Court) জামিনের আবেদন করেছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে সেই মামলার রায় দান স্থগিত রেখেছে হাইকোর্ট। এরপরই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় এজেন্সিকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ।

জমি সংক্রান্ত মামলায় ৩১ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেতা হেমন্ত সোরেনকে। এরপরই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন হেমন্ত। কিন্তু সেই শুনানিতে রায় দান এখনও স্থগিত রেখেছে হাইকোর্ট। নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধীদের দমিয়ে রাখার যে প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রের ক্ষমতাসীন সরকার, তার অন্যতম বড় উদাহরণ হেমন্তের গ্রেফতারি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পরই দলের ব্যাটন হাতে নিয়ে বিজেপিকে দুরমুশ করার কাজ শুরু করেন কল্পনা সোরেন (Kalpana Soren)।

তবে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি নয়, বিচার ব্যবস্থার একাংশও যে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে তা বাংলার একাধিক মামলায় সামনে এসেছে। সেই একই ধরনের অবিচারের শিকার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর জামিন মামলাতেও রায়দান স্থগিত করেই লোকসভা নির্বাচন (Loksabha Election) প্রক্রিয়া পার করছে হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হতেই শুরু হয়েছে পদক্ষেপ। একদিকে সর্বোচ্চ আদালত ইডি-কে নোটিশ জারি করেছে জামিনের প্রত্যুত্তর দেওয়ার জন্য। এই মামলা পরের সপ্তাহে ফের শুনানির জন্য রাখার কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version