Sunday, November 2, 2025

রেভান্নার যৌন হেনস্থার ভিডিও: সাসপেন্ড দল থেকে, চাপের মুখে সিদ্ধান্ত JD(S)-এর

Date:

নির্বাচনে ভরাডুবির আশঙ্কা দেখে শেষ পর্যন্ত সাংসদ প্রজ্বল রেভান্নাকে (Prajwal Revanna) সাসপেন্ড করল জনতা দল (সেকুলার) (JDS)। যৌন হেনস্থার ভিডিও প্রকাশ্যে এসে পড়ার পরই নানাভাবে তাকে ঢাকার চেষ্টা করেছে দল। কিন্তু এনডিএ জোটের মধ্যে থেকে বিজেপির বিরোধিতা করা জেডিএস-এর পক্ষেও সম্ভব ছিল না। শেষ পর্যন্ত প্রজ্বল রেভান্নাকে সাসপেন্ড (suspend) করারই সিদ্ধান্ত নেওয়া হল দলীয় বৈঠকে। যদিও এই ঘোষণা শোনানোর সময়ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সম্পর্কে প্রজ্বলের কাকা কুমারস্বামী দাবি করেন অভিযোগকারীরা পুলিশের কাছে অভিযোগ জানাননি। অর্থাৎ দীর্ঘদিন ধরে নারীর সম্মান নিয়ে খেলা করা সাংসদকে এরপরেও আড়াল করারই চেষ্টা করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল (HD Deva Gowda) জেডি(এস)।

প্রজ্বল রেভান্নাকে এবারের লোকসভা নির্বাচনেও এনডিএ জোট হাসান কেন্দ্র থেকে প্রার্থী করেছে। অথচ শনিবারই তিনি জার্মানি (Germany) পালিয়ে যান, বলে অভিযোগ বিরোধীদের। তার আগেই হাসান (Hassan) কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যৌন নিগ্রহের ভিডিও। সেই ভিডিও-র সূত্র ধরেই অভিযোগ দায়ের করে মহিলা কমিশন। এমনকি নিগৃহীতা থানায় অভিযোগও দায়ের করেন। এরপরই কংগ্রেস সরকার সিট গঠন করে তদন্ত শুরু করে। পাল্টা প্রজ্বল এই ভিডিও বিকৃত বলে দাবি করে একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় নাম জড়িয়েছে প্রজ্বলের বাবা জেডিএস বিধায়ক এইচ ডি রেভান্নার (HD Revanna), তাঁর নামেও উঠেছে যৌন নিগ্রহের অভিযোগ।

তবে তৃতীয় দফায় উত্তর কর্ণাটকে নির্বাচনের আগেই এই ধরনের অভিযোগ ভাইরাল হয়ে যাওয়ার পরে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরব হন। তিনিও প্রজ্বল রেভান্নাকে নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই তিনি বুঝে গিয়েছিলেন শুধু হাসান কেন্দ্র না, জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলা এই যৌন নিগ্রহের অভিযোগ কর্ণাটকের বাকি কেন্দ্রগুলিতেও প্রভাব ফেলবে। এরপরই মঙ্গলবার তড়িঘড়ি দেবে গৌড়ার নেতৃত্বে বৈঠক করে প্রজ্বলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এরপরেও জেডি(এস) দাবি করছে বিজেপি নেতাদের কাছে থাকা পেন ড্রাইভ (pen drive), যাতে যৌন নিগ্রহ সংক্রান্ত ভিডিও ছিল, তা কীভাবে ফাঁস হল। অর্থাৎ যৌন নিগ্রহ হওয়া, তার প্রমাণ হিসাবে ভিডিও, এবং তা লুকিয়ে রাখার চেষ্টা, সবটাই এনডিএ জোট শরিকের তৎপরতাতেই হয়েছে। এখন কুকীর্তি জনসমক্ষে চলে আসায় কংগ্রেসের কাছে কীভাবে ভিডিও গেল তা খুঁজতে তৎপর জেডি(এস) নেতারা।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version