Wednesday, December 17, 2025

রেভান্নার যৌন হেনস্থার ভিডিও: সাসপেন্ড দল থেকে, চাপের মুখে সিদ্ধান্ত JD(S)-এর

Date:

Share post:

নির্বাচনে ভরাডুবির আশঙ্কা দেখে শেষ পর্যন্ত সাংসদ প্রজ্বল রেভান্নাকে (Prajwal Revanna) সাসপেন্ড করল জনতা দল (সেকুলার) (JDS)। যৌন হেনস্থার ভিডিও প্রকাশ্যে এসে পড়ার পরই নানাভাবে তাকে ঢাকার চেষ্টা করেছে দল। কিন্তু এনডিএ জোটের মধ্যে থেকে বিজেপির বিরোধিতা করা জেডিএস-এর পক্ষেও সম্ভব ছিল না। শেষ পর্যন্ত প্রজ্বল রেভান্নাকে সাসপেন্ড (suspend) করারই সিদ্ধান্ত নেওয়া হল দলীয় বৈঠকে। যদিও এই ঘোষণা শোনানোর সময়ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সম্পর্কে প্রজ্বলের কাকা কুমারস্বামী দাবি করেন অভিযোগকারীরা পুলিশের কাছে অভিযোগ জানাননি। অর্থাৎ দীর্ঘদিন ধরে নারীর সম্মান নিয়ে খেলা করা সাংসদকে এরপরেও আড়াল করারই চেষ্টা করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল (HD Deva Gowda) জেডি(এস)।

প্রজ্বল রেভান্নাকে এবারের লোকসভা নির্বাচনেও এনডিএ জোট হাসান কেন্দ্র থেকে প্রার্থী করেছে। অথচ শনিবারই তিনি জার্মানি (Germany) পালিয়ে যান, বলে অভিযোগ বিরোধীদের। তার আগেই হাসান (Hassan) কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যৌন নিগ্রহের ভিডিও। সেই ভিডিও-র সূত্র ধরেই অভিযোগ দায়ের করে মহিলা কমিশন। এমনকি নিগৃহীতা থানায় অভিযোগও দায়ের করেন। এরপরই কংগ্রেস সরকার সিট গঠন করে তদন্ত শুরু করে। পাল্টা প্রজ্বল এই ভিডিও বিকৃত বলে দাবি করে একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় নাম জড়িয়েছে প্রজ্বলের বাবা জেডিএস বিধায়ক এইচ ডি রেভান্নার (HD Revanna), তাঁর নামেও উঠেছে যৌন নিগ্রহের অভিযোগ।

তবে তৃতীয় দফায় উত্তর কর্ণাটকে নির্বাচনের আগেই এই ধরনের অভিযোগ ভাইরাল হয়ে যাওয়ার পরে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরব হন। তিনিও প্রজ্বল রেভান্নাকে নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই তিনি বুঝে গিয়েছিলেন শুধু হাসান কেন্দ্র না, জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলা এই যৌন নিগ্রহের অভিযোগ কর্ণাটকের বাকি কেন্দ্রগুলিতেও প্রভাব ফেলবে। এরপরই মঙ্গলবার তড়িঘড়ি দেবে গৌড়ার নেতৃত্বে বৈঠক করে প্রজ্বলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এরপরেও জেডি(এস) দাবি করছে বিজেপি নেতাদের কাছে থাকা পেন ড্রাইভ (pen drive), যাতে যৌন নিগ্রহ সংক্রান্ত ভিডিও ছিল, তা কীভাবে ফাঁস হল। অর্থাৎ যৌন নিগ্রহ হওয়া, তার প্রমাণ হিসাবে ভিডিও, এবং তা লুকিয়ে রাখার চেষ্টা, সবটাই এনডিএ জোট শরিকের তৎপরতাতেই হয়েছে। এখন কুকীর্তি জনসমক্ষে চলে আসায় কংগ্রেসের কাছে কীভাবে ভিডিও গেল তা খুঁজতে তৎপর জেডি(এস) নেতারা।

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...