ভূস্বর্গে ৩৭০ বিলোপের বৈধতা নিয়ে প্রশ্ন, বুধে রায় পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্ট!

নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) আমলে কাশ্মীরে নিয়ে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের (Kashmir) বিশেষ মর্যাদা নস্যাৎ করেছিল বিজেপি সরকার। সিদ্ধান্তকে সাংবিধানিক বৈধতা দিয়েছিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। তবে সেই রায়ের পুনর্বিবেচনায় বুধবার ফের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে।

২০১৯ সালে কেন্দ্রীয় সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পদক্ষেপ করেছিল। গত বছর ১১ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। তবে চলতি বছরে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরের নির্বাচন সম্পন্ন করা নির্দেশও দেওয়া হয়।এর বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। আন্দোলনে নামে উপত্যকার স্থানীয় দলগুলিও। এরপর শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন পড়ে সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত রায় খতিয়ে দেখার বিষয়টিকে মান্যতা দিয়ে আগামী ১ মে মামলার দিন ধার্য হয়েছে বলে খবর।