Wednesday, August 20, 2025

বরানগরে প্রচারে বেরিয়ে এবার “তাড়া” খেলেন বিজেপির সজল!

Date:

Share post:

আগামী ১ জুন এ রাজ্যে সপ্তম তথা শেষ দফায় লোকসভার ভোট গ্রহণ। ওইদিন একইসঙ্গে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বরানগরে বিধানসভা উপনির্বাচন। আর ভোট যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে বিজেপির! বরানগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ। কিন্তু তিনি একেবারেই স্বস্তিতে নেই! ভোট প্রচারে যেখানেই যাচ্ছেন “গো ব্যাক” নয়তো “জয় বাংলা” স্লোগান শুনছেন। আর প্রতিবারই মেজাজ হারিয়ে বচসায় জড়ান সজল! এবার হ্যান্ড মাইক হাতে কার্যত তাড়া খেলেন বিজেপি প্রার্থী!

কামারহাটি পুরসভার ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড বরানগর বিধানসভার অন্তর্গত। সোমবার রাতে সেখানেই হ্যান্ড মাইক হাতে গুটিকয়েক সমর্থক নিয়ে প্রচারে বেরিয়ে ছিলেন সজল। এবং এবারও প্রচারে গিয়ে স্থানীয় মানুষের কড়া প্রশ্নবানের সামনে পড়েন বিজেপি প্রার্থী। মেজাজ হারিয়ে বচসায় জড়ান। অবশেষে ঘটনাস্থল ছেড়ে কার্যত পালিয়ে যান তিনি। সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

গতকাল, সোমবার রাতের সজল ঘোষ যখন প্রচার করছিলেন, সেই সময় দমদম-ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস ও তাঁর অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, তৃণমূলের যুবনেতা রানা বিজেপি প্রার্থীর কাছে প্রশ্ন করেন কেন তাঁরা বিজেপিকে ভোট দেবেন? এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন সজল।
তৃণমূল কর্মীরা সজলের উদ্দেশে স্লোগান তুলতে থাকেন “হায় হায় কি হল, সজল ঘোষ পালিয়ে গেল”।

তবে এই প্রথম নয়। এর আগেও প্রচারে গিয়ে বরানগরের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভের মুখে পড়েন সজল। অন্যদিকে, তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের ভোট প্রচারের ঝাঁজ দেখলেই বোঝা যাচ্ছে, উপনির্বাচনের ফলাফল কোনদিকে যেতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, এবার বরানগর উপনির্বাচনে মূল লড়াই তৃণমূলের সায়ন্তিকার সঙ্গে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের। জামানত বাঁচানোই চ্যালেঞ্জ বিজেপির সজলের সামনে।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর, ভূমিধসে মৃত ২২

 

spot_img

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...