Monday, August 25, 2025

আমেরিকায় বন্দুকবাজের হামলা প্রায় নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে ইংল্যান্ড বা রাজধানী লন্ডন (London) শহরে এধনের ঘটনা কার্যত সে দেশের ঐতিহ্যের উপর একটা বড় আঘাত। মঙ্গলবার সে রকম দৃশ্যের সাক্ষী থাকল উত্তর-পূর্ব লন্ডল শহরের হেইনল্ট (Hainault) এলাকা। পথে বেরোতে গিয়ে খোলা সামুরাই (Samurai) তরোয়াল হাতে যুবককে দেখে কেউ দরজা বন্ধ করলেন, কেউ পালাতে গিয়ে আক্রান্ত হলেন। যদিও পুলিশ আততায়ীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার যোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। ঘটনায় মৃত্যু হয় ১৩ বছরের এক কিশোরের। আহত হন আরও চারজন, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মী।

ব্রিটিশ সময় সকাল ৭টা নাগাদ মেট পুলিশের (Met Police) কাছে ফোনে একটি ফোন আসে একটি গাড়ি একটি বাড়িতে ধাক্কা মেরেছে বলে। সেখানে অভিযুক্তর খোঁজ করতে এসে পুলিশে চক্ষু চড়কগাছ। ততক্ষণে তরোয়াল হাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৩৬ বছর বয়সী এক যুবক। অস্পষ্ট ইংরাজিতে তিনি চিৎকার করতে থাকেন। লিয়াং ক্লোজ (Laing Close) ও থারলো গার্ডেন (Thurlow Gardens) এলাকায় হামলা চালায় সে। কোনও মহিলাকে আঘাত করে একটি গলি থেকে বেরিয়ে আসেন আততায়ী। পুলিশের সঙ্গে একটি গলিতে তাঁর সংঘর্ষ হয়। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হলে ১৩ বছরের কিশোরের সেখানে মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে মেট পুলিশের দাবি কাউকে নির্দিষ্ট লক্ষ্য করে হামলা চালায়নি যুবক। তাই তাঁরা কোনও নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন এই ঘটনায়। অন্যদিকে মৃত ও আহতদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version