Saturday, November 22, 2025

চোরে চোরে মাসতুতো ভাই, অধীরের আসল চেহারা ফাঁস অভিষেকের

Date:

Share post:

একদিকে যখন বাংলা তথা গোটা দেশ থেকে বিজেপিকে সরাতে সাধারণ মানুষের ঘরে ঘরে দরবার করছে রাজ্যের শাসকদল তৃণমূল, তখন বাংলার কংগ্রেস নেতা অধীর চৌধুরী নির্বাচনী প্রচারে স্পষ্ট বলছেন বিজেপিকে ভোট দিতে! মঙ্গলবার প্রকাশ্যে তিনি যেটা বলেছেন সেটাই এতদিন বাংলার রাজনীতিতে হয়ে এসেছে। এবার সেই ভাইরাল ক্লিপ তুলে ধরে অধীর চৌধুরীর মুখোশ খুললেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বিরোধী জোটের আসন রফা বাংলায় না হওয়া নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেই দায়ী করেছিল তৃণমূল। সেই প্রসঙ্গে টেনে এনেই বুধবার মালদহ উত্তর কেন্দ্রের সামসির নির্বাচনী প্রচার জনসভা থেকে অভিষেক বলেন, “ভারতের রাজনৈতিক লড়াই বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী জোট করছে। আমরাও চেয়েছিলান বাংলায় জোট হোক। কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই জোট বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি। বিজেপির হাত শক্তিশালী করবে বলে।”

তার প্রমাণ হিসাবেই তিনি মঙ্গলবার জঙ্গিপুর থেকে দেওয়া অধীর চৌধুরীর বক্তব্য তুলে ধরেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, “সেই অধীর চৌধুরী গতকাল কংগ্রেস প্রার্থীর পক্ষে জঙ্গিপুরে সভায় বক্তব্য করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। বিজেপির কোনও নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী।”

মালদহ মুর্শিদাবাদে যে আসনগুলি বিজেপি লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার কংগ্রেসের মঞ্চ থেকে অধীর চৌধুরীই করে দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ করেন অভিষেক। যেখানে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য সবদিক থেকে চেষ্টা করছে, সেখানে কংগ্রেস বিজেপির হাত শক্ত করার খেলায় নেমেছে সে প্রসঙ্গেও আরও উদাহরণ পেশ করেন অভিষেক।

এক একটি উদাহরণ তুলে ধরে অভিষেকের দাবি, “কাল অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন। একটা বাক্যও ব্যয় করেননি অধীরবাবুর বিরুদ্ধে। তার কারণ চোরে চোরে মাসতুতো ভাই।” সেই সঙ্গে সিএএ-এনআরসি বা বাংলার বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে যে কখনও বাংলার মানুষের পাশে দাঁড়াননি অধীর চৌধুরি, সে কথাও মালতিপুরের সামসির সভা থেকে তুলে ধরেন অভিষেক।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...