Wednesday, August 13, 2025

চোরে চোরে মাসতুতো ভাই, অধীরের আসল চেহারা ফাঁস অভিষেকের

Date:

Share post:

একদিকে যখন বাংলা তথা গোটা দেশ থেকে বিজেপিকে সরাতে সাধারণ মানুষের ঘরে ঘরে দরবার করছে রাজ্যের শাসকদল তৃণমূল, তখন বাংলার কংগ্রেস নেতা অধীর চৌধুরী নির্বাচনী প্রচারে স্পষ্ট বলছেন বিজেপিকে ভোট দিতে! মঙ্গলবার প্রকাশ্যে তিনি যেটা বলেছেন সেটাই এতদিন বাংলার রাজনীতিতে হয়ে এসেছে। এবার সেই ভাইরাল ক্লিপ তুলে ধরে অধীর চৌধুরীর মুখোশ খুললেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বিরোধী জোটের আসন রফা বাংলায় না হওয়া নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেই দায়ী করেছিল তৃণমূল। সেই প্রসঙ্গে টেনে এনেই বুধবার মালদহ উত্তর কেন্দ্রের সামসির নির্বাচনী প্রচার জনসভা থেকে অভিষেক বলেন, “ভারতের রাজনৈতিক লড়াই বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী জোট করছে। আমরাও চেয়েছিলান বাংলায় জোট হোক। কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই জোট বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি। বিজেপির হাত শক্তিশালী করবে বলে।”

তার প্রমাণ হিসাবেই তিনি মঙ্গলবার জঙ্গিপুর থেকে দেওয়া অধীর চৌধুরীর বক্তব্য তুলে ধরেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, “সেই অধীর চৌধুরী গতকাল কংগ্রেস প্রার্থীর পক্ষে জঙ্গিপুরে সভায় বক্তব্য করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। বিজেপির কোনও নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী।”

মালদহ মুর্শিদাবাদে যে আসনগুলি বিজেপি লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার কংগ্রেসের মঞ্চ থেকে অধীর চৌধুরীই করে দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ করেন অভিষেক। যেখানে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য সবদিক থেকে চেষ্টা করছে, সেখানে কংগ্রেস বিজেপির হাত শক্ত করার খেলায় নেমেছে সে প্রসঙ্গেও আরও উদাহরণ পেশ করেন অভিষেক।

এক একটি উদাহরণ তুলে ধরে অভিষেকের দাবি, “কাল অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন। একটা বাক্যও ব্যয় করেননি অধীরবাবুর বিরুদ্ধে। তার কারণ চোরে চোরে মাসতুতো ভাই।” সেই সঙ্গে সিএএ-এনআরসি বা বাংলার বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে যে কখনও বাংলার মানুষের পাশে দাঁড়াননি অধীর চৌধুরি, সে কথাও মালতিপুরের সামসির সভা থেকে তুলে ধরেন অভিষেক।

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...