Tuesday, November 4, 2025

“ঘৃণাই পরম সত্য” ! শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক নিয়ে ‘অথৈ’ বার্তা বড়পর্দায়

Date:

এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে না বরং ঘৃণা করে- অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya ) কন্ঠস্বরে এই সংলাপ দিয়েই শুরু হয় ‘ অথৈ ‘ (Athhoi Teaser) সিনেমার ঝলক। মানুষের মনের দ্বিধা দ্বন্দ্বকে প্রকট করে রঙ্গমঞ্চে বারবার ফিরে এসেছে ‘দ্য ট্র্যাজেডি অফ ওথেলো’। তবে এবার বাংলা থিয়েটারের তরুণ তুর্কি অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক ‘ওথেলো’কে নিয়ে এলেন বড় পর্দায়, নাম দিলেন ‘অথৈ’ (Athhoi)। টিজার প্রকাশ্যে আসতেই প্রেম, বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার অসাধারণ চিত্রনাট্য চমকে দিল দর্শকদের।

বড় পর্দায় ফিরছে অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার জুটি (Anirban Bhattacharya And Sohini Sarkar)। কিন্তু দুজনে কি নায়ক নায়িকা হিসেবে কাজ করছেন? ‘অথৈ’ টিজার যাঁরা দেখেছেন, তাঁরা কিছুটা আন্দাজ পেয়ে গেছেন। এ ছবিতে সোহিনী (Sohini Sarkar) আসলে ডেসডিমোনা, পরিচালক এই সিনেম চরিত্রের নাম রেখেছেন দিয়া।

ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য বিশ্বাসঘাতক ইয়াগো ওরফে গোগো রূপে ধরা দিয়েছেন। বলাই বাহুল্য শুরু থেকে শেষ পর্যন্ত টিজার জুড়ে তাঁরই দাপাদাপি। অভিনেতা অনির্বাণের ফ্যানেরা মুখিয়ে থাকবেন এই ছবির জন্য।

‘ওথেলো’র গল্প অবলম্বনে তৈরি অথৈ চরিত্রে অর্ণ (Arna Mukhopadhyay) নিজেই রয়েছেন। ৪০০ বছর আগে স্পেনের প্রেক্ষাপটে রচিত ‘ওথেলো’ (Othelo) , এসভিএফ ও জিও স্টুডিওজের প্রযোজনায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দর্শকের চোখে ধরা দেবে বলে জানিয়েছেন পরিচালক। দ্রুতগতিতে এগিয়ে চলা পৃথিবীর আধুনিকতার ছোঁয়ার মাঝেও মানুষের মনের গহীন অংশকে স্পর্শ করার লক্ষ্য নিয়ে আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version