Wednesday, August 27, 2025

প্রথম দুদফার ভোটের হারের আচমকা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে ফরাক্কা ও বড়ঞার সভা করেন তৃণমূল (TMC) সভানেত্রী। আর সেখান থেকেই ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেন মমতা।

লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়েছে। কোথায় কত শতাংশ ভোট পড়েছে, সেটা মঙ্গলবার জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “প্রথম দুদফা ভোটের পর কমিশনের তরফে কোথায়, কত ভোট পড়েছে তার পার্সেন্টেজ জানানো হয়েছিল। বিভিন্ন সংবাদপত্র কমিশনকে উদ্ধৃত করে তা প্রকাশও করেছে। গতকাল রাত সাড়ে ৯টায় জানতে পারলাম, প্রথম দু’দফায ৫.৭ শতাংশ ভোট ড্রপ আউট হয়েছে। যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল, হঠাৎ করে কমিশন নোটিশ জারি করে সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে।”

এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “ইলেকশনেও চিটিং! বিজেপির কমিশন না হয়ে নিরপেক্ষ হয়ে উঠুন। মানুষ সত্যিটা জানতে চায়।” তৃণমূল সভানেত্রী প্রশ্ন তোলেন, ইভিএম কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।”

মমতার অভিযোগ, ১৯ লক্ষ মেশিন মিলছে না। বলেন, “লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হয়ে কমিশনকে কাজ করতে হবে। আর সত্যিটা জানাতে হবে। প্রতারণা হচ্ছে কি না, জানাতে হবে। ভোটেও চিটিং!”

বিজেপি বিরোধী দলগুলির উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর আবেদন, ইভিএমের হিসেব রাখুন। সেগুলি বিজেপি এখন কাজে লাগাচ্ছে। “আমি কমিশনের কাছ থেকে ইভিএমের সংখ্যা, ভোটারের সংখ্যা জানতে চাই। সব বিরোধী দলের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং প্রশ্ন তোলা উচিত।”




Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version