Sunday, May 4, 2025

প্রথম দুদফার ভোটের হারের আচমকা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে ফরাক্কা ও বড়ঞার সভা করেন তৃণমূল (TMC) সভানেত্রী। আর সেখান থেকেই ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেন মমতা।

লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়েছে। কোথায় কত শতাংশ ভোট পড়েছে, সেটা মঙ্গলবার জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “প্রথম দুদফা ভোটের পর কমিশনের তরফে কোথায়, কত ভোট পড়েছে তার পার্সেন্টেজ জানানো হয়েছিল। বিভিন্ন সংবাদপত্র কমিশনকে উদ্ধৃত করে তা প্রকাশও করেছে। গতকাল রাত সাড়ে ৯টায় জানতে পারলাম, প্রথম দু’দফায à§«.à§­ শতাংশ ভোট ড্রপ আউট হয়েছে। যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল, হঠাৎ করে কমিশন নোটিশ জারি করে সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে।”

এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “ইলেকশনেও চিটিং! বিজেপির কমিশন না হয়ে নিরপেক্ষ হয়ে উঠুন। মানুষ সত্যিটা জানতে চায়।” তৃণমূল সভানেত্রী প্রশ্ন তোলেন, ইভিএম কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।”

মমতার অভিযোগ, ১৯ লক্ষ মেশিন মিলছে না। বলেন, “লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হয়ে কমিশনকে কাজ করতে হবে। আর সত্যিটা জানাতে হবে। প্রতারণা হচ্ছে কি না, জানাতে হবে। ভোটেও চিটিং!”

বিজেপি বিরোধী দলগুলির উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর আবেদন, ইভিএমের হিসেব রাখুন। সেগুলি বিজেপি এখন কাজে লাগাচ্ছে। “আমি কমিশনের কাছ থেকে ইভিএমের সংখ্যা, ভোটারের সংখ্যা জানতে চাই। সব বিরোধী দলের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং প্রশ্ন তোলা উচিত।”




Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version