Sunday, August 24, 2025

প্রথম দুই দফার ভোট পড়ার হার অনুযায়ী এখনও পর্যন্ত গো বলয় রাজ্যগুলিতে ভোটের হার কম। তুলনায় অনেকটা বেশি পূর্বের রাজ্যগুলিতে। তবে সামগ্রিকভাবে কমিশন ভোটারদের ভোটকেন্দ্রমুখি করার প্রভূত চেষ্টা করলেও ভোটের হারে তার প্রতিফলন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কমেছে ভোটের হার। বাংলার এপর্যন্ত ভোট হওয়া ছয় কেন্দ্রেও ২০১৯ থেকে ভোট কমেছে।

বাংলার দুই দফায় ভোট হওয়া কেন্দ্রগুলির ভোটের হার:

কোচবিহার – ৮২.১৬

আলিপুরদুয়ার – ৭৯.৭৬

জলপাইগুড়ি – ৮৩.৬৬

দার্জিলিং – ৭৪.৭৬

রায়গঞ্জ – ৭৬.৮

বালুরঘাট – ৭৯.০৯

এই কেন্দ্রগুলিতে গত লোকসভা নির্বাচনে ভোটের হার ছিল বেশি। কোচবিহারে ছিল ৮৪.০৮, আলিপুরদুয়ারে ৮৩.৭৯, জলপাইগুড়িতে ৮৬.৫১। দ্বিতীয় দফার কেন্দ্রগুলিতে আরও কম। দার্জিলিংয়ে ছিল ৭৮.৮০, রায়গঞ্জে ৭৯.৮২ ও বালুরঘাটে ৮৩.৬৯। স্বাভাবিকভাবেই রাজনীতিকরা প্রশ্ন তুলছেন কীভাবে ভোটের হার কমার মধ্যেও কীভাবে এত সামঞ্জস্য। ভোট সর্বত্রই কমেছে এবং তার হারও প্রায় সমান।

দেশের বেশিরভাগ রাজ্যেই ভোট সম্পূর্ণ হয়নি। দুই দফার পর সব থেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। দুই দফায় ৮১.৪৮ ও ৮০.৩৬ শতাংশ ভোট পড়েছে দুই দফায়। পিছিয়ে নেই হিংসা বিধ্বস্ত মণিপুর। দুই দফায় ভোটের হার ৭৬.১০ ও ৮৪.৮৫। তবে অনেকটাই ভোটের হার কম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানে। কোথাও ভোটের হার ৭০ শতাংশ পার হয়নি। যদিও চার রাজ্যেই ভোট এখনও কয়েক দফাতেই হবে। এর মধ্যে রাজনৈতিক উত্তাপে থাকা বেশ কিছু কেন্দ্র রয়েছে।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version