ভোটের আগে তৃণমূলে যোগদান, শক্তি বাড়ল বসিরহাটে

হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলের পথসভায় ৪ জন নির্দল প্রার্থী সহ হাজার থেকে দেড়হাজার কর্মী সমার্থক তৃণমূলে যোগদান করে

লোকসভা নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে রাজ্যের শাসকদল। উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের হাত শক্ত করতে যোগদানের কথা জানান যোগদানকারীরা। পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসাবে লড়াই করা প্রার্থীরা নির্বাচনী পথসভায় বুধবার তৃণমূলে যোগ দেন। সপ্তম দফায় বসিরহাটে নির্বাচনের আগেই নতুন উদ্যমে মাঠে নামা শুরু তৃণমূলের।

হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলের পথসভায় ৪ জন নির্দল প্রার্থী সহ হাজার থেকে দেড়হাজার কর্মী সমার্থক তৃণমূলে যোগদান করে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা টিকিট না পেয়ে নির্দলে গিয়েছিলেন, তারাই এদিন তৃণমূলের পথসভায় ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজীর হাত ধরে, স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা। যোগদানকারীরা এদিন জানান, বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সৈনিক হতে পেরে তাঁরা খুশি।