Tuesday, November 4, 2025

অমিত শাহর হুঁশিয়ারি, তারপরেই বিজেপি বিধায়কের নির্দেশে হামলা তৃণমূলকর্মীদের উপর

Date:

প্রথম দুই দফায় হাতছাড়া একের পর এক কেন্দ্র। দক্ষিণের কেন্দ্রগুলিতে এবার যেন তেন প্রকারে দখলদারি শুরু বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাসনে ‘উজ্জ্বীবিত’ বিজেপি কর্মীরা একের পর এক হামলা চালালো পূর্ব মেদিনীপুরের তৃণমূল কর্মীদের উপর। বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নির্দেশে হামলা চালানোর অভিযোগ তুলে সরব তৃণমূল।

নির্বাচনী প্রচারে কখনও ‘উল্টে ঝুলিয়ে’ হামলার বার্তা, কখনও বেছে বেছে মারার হুঁশিয়ারি অমিত শাহের। লোকসভা নির্বাচন শুরু হতেই যেই ডেইলি প্যাসেঞ্জারি শুরু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের, ওমনি রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরিতে মাঠে নামছে বিজেপি কর্মীরা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকায় আক্রমণের শিকার দুই তৃণমূল কর্মী।

মঙ্গলবার ভূপতিনগরের বরোজ এলাকার দিঘাদাড়ি বাজারের কাছে একটি জলের কল থেকে জল নেওয়ার সময় বিনা প্ররোচনায় হামলা চালানো হয় সুব্রত দলুই নামে এক তৃণমূল কর্মীর উপর। প্রায় ১০ জনের বিজেপি কর্মী হামলা চালায় বলে অভিযোগ। অন্যদিকে বরোজ এলাকারই হরিণাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বরুণ গিরি নামে এক তৃণমূল কর্মীকে গালিগালাজ করে প্রায় ৭-৮ জন বিজেপি কর্মী। প্রতিবাদ করলে তাঁকে বাঁশ ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। দুজনেই আহত অবস্থায় যুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন।

তৃণমূলের পক্ষ থেকে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এভাবেই এলাকায় ভয় দেখানো ও মারধরের রাজনীতিতে নেমেছে বিজেপি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version