Tuesday, August 26, 2025

“বিজেপিকে কেন ভোট দিতে বললেন?” প্রশ্ন শুনে রেগে কাঁই অধীর, সাংবাদিককে কষিয়ে চড়!

Date:

প্রবল গরম, বয়সের ভারে নাকি হারের আশঙ্কা, লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে বার বার মেজাজ হারাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। কখনও বিরোধী দলের কর্মী সমর্থকদের দিকে তেড়ে যাচ্ছেন তো কখনও জামার কলার ধরে টানাটানি করছেন। আবার কংগ্রেস প্রার্থী হয়ে জনসভা থেকে বলছেন, ‘আপনার ভোট বিজেপিকে দিন!’ সবমিলিয়ে চরম হতাশায় বহরমপুরের পাঁচবারের সাংসদ। তাঁকে নিয়ে অস্বস্তিতে তাঁর দল কংগ্রেসও।

কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অধীরের। এবার ভোটের প্রচারে বেরিয়ে সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল কংগ্রেস বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে। কান্দি মহকুমার কুলি বড়োয়া এলাকায় ভোট প্রচার সেরে বেরিয়ে আসার সময় বৈদ্যুতিন মাধ্যমের এক সংবাদকর্মীর প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। সাংবাদিককে ধাক্কা দেওয়া ও চড় মারার অভিযোগ উঠল অধীরের বিরুদ্ধে।

ঘটনা ঠিক কী? গত, মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে নির্বাচনী সভা করেন অধীর। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো।” তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। অধীরের বক্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরা। এমন ঘটনা চোখ এড়িয়ে যায়নি দিল্লি হাইকমান্ডের। কংগ্রেস নেতা জয়রাম রমেশ স্পষ্ট করে দিয়েছেন, এমন বক্তব্যকে সমর্থন করে না দল। এটা অধীরের ব্যক্তিগত মন্তব্য। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিক প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতিক্রিয়া চেয়ে বসেন। তাতেই রেগে কাঁই অধীর। প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে সেই সময় ওই সাংবাদিককে প্রথমে ধাক্কা মারেন। তার পর জামার কলার ধরে চড় মারেন বলে অভিযোগ।

 


 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version