Sunday, November 2, 2025

বিশ্বকাপ দলে জায়গা হয়নি, জানতে পেরে কী বললেন রিঙ্কুর বাবা?

Date:

Share post:

সম্প্রতি ঘোষণা হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা । বিশেষ করে রিঙ্কু সিংকে দলে না রাখায় সমোলচিত হচ্ছেন প্রধান নির্বাচক থেকে বিসিসিআই। আর এবার রিঙ্কু দল থেকে বাদ পড়ায় মুখ খুললেন রিঙ্কুর বাবা কাঞ্চনচন্দ্র সিং। জানালেন, মিষ্টি আর বাজি কেনা হয়ে গিয়েছিল তাঁদের। রিঙ্কু বিশ্বকাপ দলে আছেন এই সংবাদ পেলেই উৎসব শুরু করবেন বলে ঠিক ছিল।

টি-২০-তে গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৩। এরকম পরিসংখ্যান নামের পাশে থাকলে যে কেউ ধরে নেবে বিশ্বকাপ দলে জায়গা হবে। কিন্তু তারপরও ১৫ জনের দলে স্থান হয়নি কেকেআরের রিঙ্কুর। তিনি আছেন রিজার্ভ লিস্টে। দলের সঙ্গে যাবেন। তবে সত্যি হল, তিনি মূল দলে নেই! কেউ চোট পেলে তবেই দরজা খুলতে পারে।

২৬ বছরের রিঙ্কু বিশ্বকাপ দলে থাকার স্বপ্ন দেখেছিলেন। বাড়ির সদস্যরা উৎসবের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রিঙ্কু তাঁর মাকে ফোন করে দলে না থাকার খবর দেন। বাবা কাঞ্চনচন্দ্র সিং জানিয়েছেন, ছেলের হৃদয় ভেঙে গিয়েছে। এই নিয়ে তিনি বলেন, “আমাদের অনেক আশা ছিল রিঙ্কু দলে থাকবে। তাই মিষ্টি কিনে রেখেছিলাম উৎসবের জন্য। কিন্তু রিঙ্কু ওর মাকে খবরটা দিয়ে বলল, ওর হৃদয় ভেঙে গিয়েছে। রিঙ্কু মাকে বলেছে, আমার নাম ১৫ জনের দলে নেই। কিন্তু তবু আমি বিশ্বকাপে যাচ্ছি।”

গত আগস্টে জাতীয় দলে অভিষেক হয় রিঙ্কুর। তারপর থেকে ভালই খেলেছেন। ফলে বিশ্বকাপ দল তাঁর থাকা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল পরিবারে। কিন্তু শেষপর্যন্ত হল না। বাবা কাঞ্চনচন্দ্র অবশ্য এতে ভেঙে পড়েননি। তিনি মনে করেন, ছেলের সামনে অনেক সুযোগ আসবে।

আরও পড়ুন- সামনে মুম্বই, ফাইনালের প্রস্তুতি শুরু বাগানের

spot_img

Related articles

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson...