Sunday, August 24, 2025

সম্প্রতি ঘোষণা হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা । বিশেষ করে রিঙ্কু সিংকে দলে না রাখায় সমোলচিত হচ্ছেন প্রধান নির্বাচক থেকে বিসিসিআই। আর এবার রিঙ্কু দল থেকে বাদ পড়ায় মুখ খুললেন রিঙ্কুর বাবা কাঞ্চনচন্দ্র সিং। জানালেন, মিষ্টি আর বাজি কেনা হয়ে গিয়েছিল তাঁদের। রিঙ্কু বিশ্বকাপ দলে আছেন এই সংবাদ পেলেই উৎসব শুরু করবেন বলে ঠিক ছিল।

টি-২০-তে গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৩। এরকম পরিসংখ্যান নামের পাশে থাকলে যে কেউ ধরে নেবে বিশ্বকাপ দলে জায়গা হবে। কিন্তু তারপরও ১৫ জনের দলে স্থান হয়নি কেকেআরের রিঙ্কুর। তিনি আছেন রিজার্ভ লিস্টে। দলের সঙ্গে যাবেন। তবে সত্যি হল, তিনি মূল দলে নেই! কেউ চোট পেলে তবেই দরজা খুলতে পারে।

২৬ বছরের রিঙ্কু বিশ্বকাপ দলে থাকার স্বপ্ন দেখেছিলেন। বাড়ির সদস্যরা উৎসবের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রিঙ্কু তাঁর মাকে ফোন করে দলে না থাকার খবর দেন। বাবা কাঞ্চনচন্দ্র সিং জানিয়েছেন, ছেলের হৃদয় ভেঙে গিয়েছে। এই নিয়ে তিনি বলেন, “আমাদের অনেক আশা ছিল রিঙ্কু দলে থাকবে। তাই মিষ্টি কিনে রেখেছিলাম উৎসবের জন্য। কিন্তু রিঙ্কু ওর মাকে খবরটা দিয়ে বলল, ওর হৃদয় ভেঙে গিয়েছে। রিঙ্কু মাকে বলেছে, আমার নাম ১৫ জনের দলে নেই। কিন্তু তবু আমি বিশ্বকাপে যাচ্ছি।”

গত আগস্টে জাতীয় দলে অভিষেক হয় রিঙ্কুর। তারপর থেকে ভালই খেলেছেন। ফলে বিশ্বকাপ দল তাঁর থাকা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল পরিবারে। কিন্তু শেষপর্যন্ত হল না। বাবা কাঞ্চনচন্দ্র অবশ্য এতে ভেঙে পড়েননি। তিনি মনে করেন, ছেলের সামনে অনেক সুযোগ আসবে।

আরও পড়ুন- সামনে মুম্বই, ফাইনালের প্রস্তুতি শুরু বাগানের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version