Tuesday, November 4, 2025

বিশ্বকাপ দলে জায়গা হয়নি, জানতে পেরে কী বললেন রিঙ্কুর বাবা?

Date:

সম্প্রতি ঘোষণা হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা । বিশেষ করে রিঙ্কু সিংকে দলে না রাখায় সমোলচিত হচ্ছেন প্রধান নির্বাচক থেকে বিসিসিআই। আর এবার রিঙ্কু দল থেকে বাদ পড়ায় মুখ খুললেন রিঙ্কুর বাবা কাঞ্চনচন্দ্র সিং। জানালেন, মিষ্টি আর বাজি কেনা হয়ে গিয়েছিল তাঁদের। রিঙ্কু বিশ্বকাপ দলে আছেন এই সংবাদ পেলেই উৎসব শুরু করবেন বলে ঠিক ছিল।

টি-২০-তে গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৩। এরকম পরিসংখ্যান নামের পাশে থাকলে যে কেউ ধরে নেবে বিশ্বকাপ দলে জায়গা হবে। কিন্তু তারপরও ১৫ জনের দলে স্থান হয়নি কেকেআরের রিঙ্কুর। তিনি আছেন রিজার্ভ লিস্টে। দলের সঙ্গে যাবেন। তবে সত্যি হল, তিনি মূল দলে নেই! কেউ চোট পেলে তবেই দরজা খুলতে পারে।

২৬ বছরের রিঙ্কু বিশ্বকাপ দলে থাকার স্বপ্ন দেখেছিলেন। বাড়ির সদস্যরা উৎসবের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রিঙ্কু তাঁর মাকে ফোন করে দলে না থাকার খবর দেন। বাবা কাঞ্চনচন্দ্র সিং জানিয়েছেন, ছেলের হৃদয় ভেঙে গিয়েছে। এই নিয়ে তিনি বলেন, “আমাদের অনেক আশা ছিল রিঙ্কু দলে থাকবে। তাই মিষ্টি কিনে রেখেছিলাম উৎসবের জন্য। কিন্তু রিঙ্কু ওর মাকে খবরটা দিয়ে বলল, ওর হৃদয় ভেঙে গিয়েছে। রিঙ্কু মাকে বলেছে, আমার নাম ১৫ জনের দলে নেই। কিন্তু তবু আমি বিশ্বকাপে যাচ্ছি।”

গত আগস্টে জাতীয় দলে অভিষেক হয় রিঙ্কুর। তারপর থেকে ভালই খেলেছেন। ফলে বিশ্বকাপ দল তাঁর থাকা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল পরিবারে। কিন্তু শেষপর্যন্ত হল না। বাবা কাঞ্চনচন্দ্র অবশ্য এতে ভেঙে পড়েননি। তিনি মনে করেন, ছেলের সামনে অনেক সুযোগ আসবে।

আরও পড়ুন- সামনে মুম্বই, ফাইনালের প্রস্তুতি শুরু বাগানের

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version