Monday, August 25, 2025

মেধাতালিকার (Merit List) প্রথম দশেই জায়গা হবে, এমনটা অনেকেই ভাবেনি। কিন্তু বৃহস্পতিবার সকালে মাধ্যমিকের (Madhyamik) আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই ফের জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের (Narendrapur Ramkrishna Mission)। এদিন প্রথম দশের মেধাতালিকায় রয়েছে মোট ৫৭ জন। তার মধ্যে ছ’জন পড়ুয়াই মিশনের ছাত্র! প্রতিবছরই যে কোনও পরীক্ষা সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাফল্য আকাশছোঁয়া‌। এবারও সেই ধারা বজায় রইল।

মেধাতালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে নৈর্ঋতরঞ্জন পাল, প্রাপ্ত নম্বর ৬৯১। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে অলিভ গাইনের নাম, তার প্রাপ্ত নম্বর ৬৮৮। ৬৮৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে আলেখ্য মাইতি। এছাড়া নবম স্থানে যুগ্ম ভাবে রয়েছে ঋত্বিক দত্ত এবং ঋতব্রত নাথ। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫ এবং ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে শুভ্রকান্তি জানা। তবে প্রত্যেকেই জানিয়েছে, পরীক্ষায় আশানুরূপ ফল হলেও তাদের নাম যে একেবারে প্রথমদিকে আসবে তা ভাবতে পারেনি। তবে আগামীদিনে কৃতীদের মধ্যে কেউ চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আমলা হওয়ার স্বপ্ন দেখে।


তবে এই পুরো সাফল্যের জন্য মিশনের সকল শিক্ষককেই ধন্যবাদ জানিয়েছেন কৃতীরা। প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানান, ছাত্রদের মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা যেমন একদিকে পরীক্ষার্থীদের জন্য ভালো ঠিক তেমনই সাফল্যের নেপথ্যে রয়েছে হস্টেলের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version