বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) পর আগামীকাল অর্থাৎ শুক্রবারই হাই মাদ্রাসা (High Madrasa), আলিম ও ফাজিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Result) প্রকাশিত হবে। শুক্রবার দুপুর দুটোয় ফল প্রকাশিত হবে। এরপর ২.৩০ থেকেই সেই ফলাফল অনলাইনে দেখতে পাবে পরীক্ষার্থীরা।

বোর্ডের তরফে জানানো হয়েছে, www.wbbme.org, wbresults.nic.in, www.exametc.com এই ওয়েসাইটগুলোতে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। চলতি বছর হাই মাদ্রাসা,আলিম ও ফাজিল মিলিয়ে সর্বমোট ৬৫ হাজার জন পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল ১ ফেব্রুয়ারি , শেষ হয় ১৭ ফেব্রুয়ারি। শুক্রবার সেই ফলাফল প্রকাশিত হবে।

চলতি বছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার সময়সূচির পরিবর্তন করা হয়েছিল। উল্লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে। প্রশ্নপত্র দেওয়া হয় বেলা ৯ টা ৪৫ থেকে এবং পরীক্ষা শুরু হয় বেলা ১০টায়। বেলা ১টায় পরীক্ষা শেষ হয়।
