Friday, November 7, 2025

ফের মোদি সরকারের গাজোয়ারি! আরও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়

Date:

আগামী মঙ্গলবার লোকসভার (Loksabha) তৃতীয় দফার নির্বাচন (Election)। আর তার আগেই লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন (Election Commission of India)। সূত্রের খবর, আগামী মঙ্গলবার বাংলায় ৪ আসনে ভোটাভুটির জন্য মোট ৩৩৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। তবে শুধুমাত্র তৃতীয় দফাই নয়, এবার চতুর্থ এবং পঞ্চম দফার নির্বাচনেও কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই পরিকল্পনাও সামনে এনেছে কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তে মোদি সরকারের (Modi Govt) চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। রাজনৈতিকভাবে পেরে না উঠে গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের। আর সেকারণেই বাংলাকে অশান্ত করার লক্ষ্যে ফের বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত মোদি সরকারের।

নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ১৩ মে চতুর্থ দফায় রাজ্যের মোট পাঁচ জেলার আট লোকসভা আসনে মোট ৫৭৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে পূর্ব বর্ধমানে সর্বাধিক ১৫২ কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে, বীরভূমে মোতায়েন করা হবে ১৩০ কোম্পানি। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ভোটের কারণে ৮৮ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এছাড়াও কৃষ্ণনগরে ৮১, মুর্শিদাবাদে ৭৩, রানাঘাটে ৫৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। মোতায়েন করা হবে ১৫০-রও বেশি কুইক রেসপন্স টিম (QRT)।

এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। ওই পর্বে ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওই দফার জন্য ভিন রাজ্য থেকে আরও ১৬৬ কোম্পানি বাহিনী নিয়ে আসা হবে। তেলেঙ্গানা থেকে ভোট শেষ হওয়ার পর সেখান থেকে ওই বাহিনীকে নিয়ে আসা হবে বলে জানিয়েছে কমিশন।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version