মালদহের রোড শো শেষে মুর্শিদাবাদের পথে রওনা দেওয়ার পরই দেবের হেলিকপ্টার ভরে গেল ধোঁয়ায়। জরুরি অবতরণ করেন পাইলট। তবে কোনও ক্ষতি হয়নি বলেই দাবি দেবের। যদিও বিশ্বস্ত মাধ্যমে তিনি বলেছেন মৃত্যুমুখ থেকে ফিরেছেন বলেই। জরুরি অবতরণের পরে সবাইকে নামিয়ে হেলিকপ্টার পরীক্ষা শুরু করা হয়।

শুক্রবার মালদহ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে যান তৃণমূলের তারকা প্রচারক দেব। রোড শো সেরে রতুয়া থেকে তিনি রওনা দেন মুর্শিদাবাদের উদ্দেশে। এরপর সেখানে প্রচার করার কথা ছিল তাঁর। মালদহ থেকে তাঁর হেলিকপ্টার আকাশে ওড়ার পরই বিপত্তি দেখা দেয়। গোটা হেলিকপ্টার ধোঁয়ায় ভরে যায়। দ্রুত মালদহের এয়ারপোর্টের দিকে ফিরে আসতে থাকেন বিমানচালক। এমনকি বিপর্যয়ের পরেও সফল অতরণ সম্ভব হয়।

সম্পূর্ণ অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে অবতরণ করেন দেব। তবে গোটা ঘটনা কতটা আতঙ্কের, তাও জানান দেব। হেলিকপ্টারের কোনও অংশে আগুন লেগে থাকতে পারে বলে জানান তিনি। সম্পূর্ণ অক্ষত থাকলেও তিনি জানান, “মৃত্যুমুখ থেকে ফিরলাম।” এমনকি বাবা-মায়ের আশীর্বাদ ও বাংলার মানুষের ভালোবাসায় কোনও বিপদ হয়নি বলেই জানান তিনি।
