Sunday, May 4, 2025

একমাসের জিএসটি (GST) আদায়ে নতুন রেকর্ড বাংলার। গোটা দেশে সর্বাধিক পণ্য পরিষেবা কর আদায় করে রেকর্ড করল বাংলা। এমনকি ডবল ইঞ্জিন রাজ্যগুলিকেও এই কর আদায়ের বৃদ্ধির পরিমাণে ছুঁয়ে ফেলেছে এই রাজ্য। জিএসটি-র যাবতীয় নিয়ম ভেঙে রাজ্যগুলিকে তাদের প্রাপ্তি ফেরৎ না দিয়ে বেকায়দায় ফেলতে চেয়েছে কেন্দ্রের মোদি সরকার। তারপরেও রাজ্যে উন্নয়ন ও মানুষের ক্ষমতায়ন এতটাই ইতিবাচক যার প্রতিফলন জিএসটি আদায়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

রাজ্যে অর্থ দফতর (Finance Ministry) সূত্রে জানা গিয়েছে এপ্রিল (April) মাসে রাজ্য থেকে জিএসটি (GST) আদায় হয়েছে ৭,২৯৩ কোটি টাকা। এক মাসের জিএসটি আদায়ের ক্ষেত্রে যা নতুন রেকর্ড। গত বছরের এপ্রিলে এই সংগ্রহ ছিল ৬,৪৪৭ টাকা। প্রশাসনিক মহলের ব্যাখ্যা, রাজ্য প্রকল্পগুলির হাত ধরে মানুষের হাতে যথেষ্ট নগদের জোগান নিশ্চিত হয়েছে, যা মানুষের ক্রয়ক্ষমতা অনেকটাই বাড়াতে সাহায্য করেছে। এই সমস্ত পদক্ষেপের ফলেই রাজ্যে জিএসটি আদায় বেড়েছে। এবছর গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি আদায় হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এপ্রিল মাসে গোটা দেশের জিএসটি আদায় সর্বকালের মধ্যে বেশি হয়েছে। ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে (Madhya Pradesh) জিএসটি আদায় বেড়েছে ১১ শতাংশ। গুজরাত (Guajarat) ও মহারাষ্ট্রেও (Maharashtra) জিএসটি বেড়েছে ১৩ শতাংশ। গুজরাত ও মহারাষ্ট্রেও জিএসটি বেড়েছে ১৩ শতাংশ। গোটা দেশের বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য নেই ডবল ইঞ্জিন রাজ্যগুলির। অন্যান্য রাজ্যে যে বৃদ্ধি হয়েছে সেই তুলনায় এদের বৃদ্ধি আরও বেশি হওয়া উচিত ছিল বলে অর্থনীতিবিদদের দাবি। তবে এই রাজ্যগুলি ছাড়া কেরল ও কর্ণাটকে ৯ শতাংশ করে বেড়েছে। তামিলনাড়ু ও তেলেঙ্গানায় কর আদায় বেড়েছে যথাক্রমে মাত্র ৬ ও ১১ শতাংশ হারে।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version