হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের নজর কাটছে মমতা – অভিষেকের প্রচার (Mamata Banerjee and Abhishek Banerjee)। গরমের দাবদাহকে উপেক্ষা করে টানা জনসভা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে জোড়া সভা করবেন নেত্রী। তাঁর প্রথম সভাটি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকার সমুদ্রগড়ে। দ্বিতীয় জনসভাটি হবে রায়নায়।

এদিন দু’টি পৃথক লোকসভা কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।প্রথম জনসভা বোলপুর লোকসভার নানুরে। এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অসিত মাল। দুপুর ১:৩০ টায় এই সভা শুরু হওয়ার কথা। তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হার সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর দ্বিতীয় সভাটি করবেন আসানসোল লোকসভার রানিগঞ্জ বিধানসভায়।

