টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান হারালো টিম ইন্ডিয়া, শীর্ষে অস্ট্রেলিয়া

শুক্রবার যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, তাতে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে তারা।

শীর্ষ স্থান হারাল ভারত। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ এত দিন শীর্ষ স্থানে ছিলো ভারতীয় দল। এখন সেই স্থান দখল করল অস্ট্রেলিয়া। এদিন প্রকাশিত নতুন তালিকায় টেস্ট র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে রোহিত শর্মার দল। যদিও ওয়ানডে এবং টি-২০ দলগত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া।

শুক্রবার যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, তাতে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে তারা। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট ১২০। এই দুই দল ছাড়া প্রথম ১০টি দলের মধ্যে আর কোনও বদল হয়নি। সেক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ১০৫ রেটিং পয়েন্ট পেয়েছে তারা। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট র‍্যাঙ্কিং-এ বদল হলেও, টি-২০ ও একদিনের ম্যাচে শীর্ষস্থানেই রয়েছে ভারত। একদিনের ক্রিকেটে রোহিত শর্মাদের পয়েন্ট ১২২। টি-২০ ভারতের পয়েন্ট ২৬৪। কিন্তু টেস্ট র‍্যাঙ্কিংয়ে পতনের ফলে তিন ফর্ম্যাটের ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখা হল না রোহিতদের।

আরও পড়ুন- ফের শিরোনামে ছত্রসল, এবার লাঠিপেটা করা হল এক কোচকে

Previous articleমহারাজের পাশে মহারানি, ডোনার নাচ দিয়ে শেষ হল দাদাগিরি সিজন ১০
Next articleমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত; শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর