গাড়ি দু.র্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন এই ক্রিকেটারের ভাই

জানা যাচ্ছে, বুধবার রায়নার ভাই সৌরভ কুমার এবং তাঁর বন্ধু শুভম স্কুটি করে যাচ্ছিলেন গজ্ঞল বিমানবন্দরের কাছে একটি জায়গায়।

প্রতীকী ছবি

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার ভাই সৌরভ কুমারের। জানা যাচ্ছে, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এবং তাঁর এক বন্ধু। ঘটনাটি ঘটে হিমাচলপ্রদেশের কাঙরা জেলায়।

জানা যাচ্ছে, বুধবার রায়নার ভাই সৌরভ কুমার এবং তাঁর বন্ধু শুভম স্কুটি করে যাচ্ছিলেন গজ্ঞল বিমানবন্দরের কাছে একটি জায়গায়। সেই সময়ে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। সেই ধাক্কায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সৌরভ এবং শুভমের। জানা যাচ্ছে, আরও দু’জন আহত হয়েছেন সেই ঘটনায়। সৌরভদের উদ্ধার করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। জানা যাচ্ছে, যে গাড়িটি ধাক্কা মেরেছিল তার চালককে গ্রেফতার করা হয়েছে। শের সিং নামের সেই চালককে মান্ডি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে কেকেআর, রোহিতকে নিয়ে আলাদা পরিকল্পনা নাইট শিবিরের